আজকে আমাদের এখানে ছোটখাটো একটি ঘূর্ণিঝড় হয়ে গেছে এটা বলার অপেক্ষা রাখে না। আজকে যে যেভাবে পারে সেভাবেই তার মনের রাগ প্রকাশ করেছে মূলত এটা সৃষ্টি হয়েছে অনেকদিন আগে থেকেই হয়তোবা। আর এই মূল ঘটনার সৃষ্টির পেছনে রয়েছে পোস্ট অনুবাদ করা। আমি যে পোস্টটি করেছিলাম সেটা ব্রেইনবসের অনুমতি নিয়ে করেছিলাম। হয়তো সেটাই আজকে সবার চোখে পড়েছে এবং সবাই এটা নিয়ে মাথা ঘামিয়েছে। আমি আমার পোস্টটি ইতিমধ্যেই ডিলিট করে দিয়েছি। তাই সকলের কাছে অনুরোধ কেউ আর এই বিষয় নিয়ে কথা কাটাকাটি করে নিজেদের মধ্যে ঝামেলা বাড়ায়েন না। 🙏।@DVlog আপনার কাছে অনুরোধ আপনি যে Meta সেকশনে পোস্ট করেছেন এবং সেখানে দেখতে পেলাম আপনি আমার সেই পোষ্টের লিংক উল্লেখ করেছেন।সেটা যদি ডিলিট করা সম্ভব হয় ডিলিট করে দিয়েন ভাই। আসলে আমি আমার একজন অভিজ্ঞ ও সম্মানীয় ব্যক্তির কাছে জিজ্ঞেস করেছিলাম পোস্টটি অনুবাদ করব কিনা সে আমাকে কিছু বলেনি তখনই আমার ভাবা উচিত ছিল যে সে যেহেতু কিছু বলছে না সেহেতু এটি অনুবাদ করা যাবে না। এই দেশটা কিন্তু আমাদের সবার তেমনি এই লোকাল বোর্ডও আমাদের সবারই। তাই আমাদের যদি এই লোকাল বোর্ডের সুনাম বাড়ে তাহলে আমাদেরও সুনাম অর্জিত হবে। তাই কিছু নিয়ে যদি একটু কথা কাটাকাটি হয় তাহলে আমাদের সবারই উচিত অল্পতেই সেটা মিটিয়ে নেওয়া। দিনশেষে আমরা সবাই ভাই ভাই এবং একই দেশের মানুষ। সবার কাছে অনুরোধ আরো সমালোচনা করবেন না।