Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Fuso.hp
on 22/10/2023, 03:21:50 UTC
আজকে আমাদের এখানে ছোটখাটো একটি ঘূর্ণিঝড় হয়ে গেছে এটা বলার অপেক্ষা রাখে না। আজকে যে যেভাবে পারে সেভাবেই তার মনের রাগ প্রকাশ করেছে মূলত এটা সৃষ্টি হয়েছে অনেকদিন আগে থেকেই হয়তোবা। আর এই মূল ঘটনার সৃষ্টির পেছনে রয়েছে পোস্ট অনুবাদ করা। আমি যে পোস্টটি করেছিলাম সেটা ব্রেইনবসের অনুমতি নিয়ে করেছিলাম। হয়তো সেটাই আজকে সবার চোখে পড়েছে এবং সবাই এটা নিয়ে মাথা ঘামিয়েছে। আমি আমার পোস্টটি ইতিমধ্যেই ডিলিট করে দিয়েছি। তাই সকলের কাছে অনুরোধ কেউ আর এই বিষয় নিয়ে কথা কাটাকাটি করে নিজেদের মধ্যে ঝামেলা বাড়ায়েন না। 🙏।@DVlog আপনার কাছে অনুরোধ আপনি যে Meta সেকশনে পোস্ট করেছেন এবং সেখানে দেখতে পেলাম আপনি আমার সেই পোষ্টের লিংক উল্লেখ করেছেন।সেটা যদি ডিলিট করা সম্ভব হয় ডিলিট করে দিয়েন ভাই। আসলে আমি আমার একজন অভিজ্ঞ ও সম্মানীয় ব্যক্তির কাছে জিজ্ঞেস করেছিলাম পোস্টটি অনুবাদ করব কিনা সে আমাকে কিছু বলেনি তখনই আমার ভাবা উচিত ছিল যে সে যেহেতু কিছু বলছে না সেহেতু এটি অনুবাদ করা যাবে না। এই দেশটা কিন্তু আমাদের সবার তেমনি এই লোকাল বোর্ডও আমাদের সবারই। তাই আমাদের যদি এই লোকাল বোর্ডের সুনাম বাড়ে তাহলে আমাদেরও সুনাম অর্জিত হবে। তাই কিছু নিয়ে যদি একটু কথা কাটাকাটি হয় তাহলে আমাদের সবারই উচিত অল্পতেই সেটা মিটিয়ে নেওয়া। দিনশেষে আমরা সবাই ভাই ভাই এবং একই দেশের মানুষ। সবার কাছে অনুরোধ আরো সমালোচনা করবেন না।
বাংলায় পোস্ট অনুবাদ করা নিয়ে অনেক আলোচনা সমালোচনায় হচ্ছে তাই বলে লোকাল সেকশনের পোস্ট নিয়ে কেন একজন সদস্য গ্লোবাল সেকশনে পোস্ট করবে। নিয়মের বাইরে যদি পোস্ট করা হতো তাহলে @DVlog ভাইয়ের উচিত ছিল আমাদের লোকাল সেকশনে অথবা পার্সোনাল মেসেজ দিয়ে আপনাকে সতর্ক করে দেওয়া সরাসরি ভাবে গ্লোবাল সেকশনে পোস্ট করা মোটেও উচিত হয়নি।
@cryptoWODL আপনি যেহেতু অনুমতি নিয়ে একটি পোস্ট অনুবাদ করেছিলেন এবং যার পোস্ট অনুবাদ করেছেন সে আপনার পোষ্ট পড়েছে তাহলে কেন আপনি আপনার পোস্ট ডিলিট করতে গেলেন, হয়তো ভুল আপনারই ছিল। এখন যদি আপনার ভুল না থাকে তারপর আপনাকে দোষী সাব্যস্ত করা হবে কারণ আপনি আপনার পোস্ট ডিলিট করেছেন। সকলে মনে করবে অবশ্যই আপনার অনুবাদ করা পোস্টে সমস্যা ছিল এ কারণে আপনি আপনার পোস্ট ডিলিট করেছেন। যাই হোক পোস্ট ডিলিট করা কোন সমাধান নয়, বোকারা সাধারণত এই ধরনের কাজ করে থাকে।