Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
BD Technical
on 22/10/2023, 04:58:32 UTC
আমি গত কয়েকদিন ধরে একটা জিনিস ভালো ভাবে ফলো করলাম পাকিস্তান থ্রেড এ জুনিয়র দের অনেক সম্মান দেওয়া হয় এবং তাদের উন্নতির জন্য তাদের অনেক পুরুষ্কার দেওয়া হয়। সিনিয়ররা সেখানে জুনিয়র দের অনেক সাহায্য করে তাদের র‍্যাংক আপ হওয়ার জন্য। কিন্তু আমাদের থ্রেড এ অত টা করা হয়না। যদি আমরা পোষ্ট করার পর আমাদের প্রাপ্য সম্মান টুকুই না পাই তাহলে তো সবার আগ্রহ উঠে যাবে। আর যদি তারা পোষ্ট করার পর তাদের সম্মান পায় তাহলে তারা আরো ভালো কিছু পোষ্ট করার আগ্রহ প্রকাশ করবে।

আমি এই পোষ্ট এর মাধ্যবে বলছিনা আমাদের থ্রেড সম্মান দেয়না তবে আমরাও পাকিস্তান এর চাইতে আরো এগিয়ে যেতে চাই। আমরা ছোটদের সাহায্য না করলে বা না পাইলে কখনো আমরা এগিয়ে যেতে পারবো না।

আমি প্রমান স্বরুপ একটা স্ক্রেনশট দিচ্ছি দেখেন গত দুই মাস এ একটা নিউবি মেম্বার কিভাবে ফুল মেম্বার এ উত্তীর্ণ হয়েছে। সেটা দেখলেই আপনারা বুঝবেন তারা জুনিয়র
দের   কত টুকু অগ্রাধিকার দেয়।

Screenshot Link :-
1:-
2:-

কেউ খারাপ ভাবে নিবেন না প্লিজ। আমি শুধু আপনাদের দেখানোর জন্য দিলাম।
ধন্যবাদ সবাইকে।