মিলিয়ন কিংবা এর ১০ ভাগের ১ ভাগ ইনকাম করা শেষে ফোরামে আবার এক্টিভ হইয়া নিজের পদোন্নতিতে মনোনিবেশ করবো, যেন Legendary পদে যেতে পারি

। ততোদিন দোয়া রাইখেন।
যদিও মিলিয়ন কিংবা তার ১০ ভাগের ১ ভাগ হোল্ডিং হয়নি। আর এই বেয়ার মার্কেটে তেমন কিছু মজাদার পাইতেছি নাহ, তাই ভাবলাম ফোরামে আরেকবার ঢু মেরে যাই।
যাই হোক, মনে হয় ফোরামে কিছু তথ্যবহুল পোষ্ট করবো, যদি সময় পেয়ে যাই। যদিও মূল উদ্দেশ্য থাকবে আমার কমিউনিটির ইংরেজি পোস্টগুলোকে বাংলায় সংক্ষেপে এখানে পোষ্ট করার।

বর্তমানে আমি
এয়ারড্রপ টপিক নিয়ে টুইটারে বিভিন্ন কৌশল এবং প্রজেক্টের বর্ণনা দিয়ে থাকি। যারা আমার পোষ্টগুলো অনুসরণ করেছে, তারা হয়তো ইতিমধ্যে ফলাফল পেয়েছে। আবার অনেকে ফলাফল পাওয়ার পরও জানায় নাহ, ওটা বড় কথা নাহ। কিছু চলমান প্রজেক্টের টুইটার থ্রেড লিংক দিলাম। যেগুলো পড়লে আপনারা প্রজেক্ট সম্পর্কে জানতে পারবেন এবং কিভাবে এয়ারড্রপে অংশগ্রহণ করবেন, সেটিও বলে দেওয়া রয়েছে।
Vaultka প্রজেক্টের এয়ারড্রপ: https://twitter.com/officialbitbyte/status/1705700394931015844সংক্ষিপ্ত বর্ণনা: প্রজেক্টি মূলত Leveraged Farming প্রজেক্ট, অর্থ্যাৎ এখানে আপনারা চাইলে নিজেদের স্টাবলকয়েন যেমন USDC.e, USDC, DAI ইত্যাদি লেন্ডিং করার মাধ্যমে রিওয়ার্ড পেতে পারেন কিংবা বিভিন্ন লেভারেজ ট্রেডিং প্লাটফর্মের LP টোকেনগুলোতে 5x পর্যন্তু লেভারেজ ব্যবহার করে স্ট্যাটেজি ভল্ট ব্যবহারের মাধ্যমে রিওয়ার্ড পেতে পারেন। এটি সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ প্লাটফর্ম !!
কিছু টোকেন নেই এমন প্রজেক্টের রিট্রোএক্টিভ এয়ারড্রপ:Stargate (Layerzero), Matcha, Jumper Exchange:
https://twitter.com/officialbitbyte/status/1662452940114923521Odos, Bungee exchange, Slingshot:
https://twitter.com/officialbitbyte/status/1683103139539587072বি:দ্র: প্রজেক্টগুলো সকল mainnet এর প্রজেক্ট এবং আপনাকে নিজস্ব অর্থ ব্যবহার করতে হবে। তাই সকলে নিজের বিচার-বিশ্লেষণ শেষে ব্যবহার করবেন, কেননা আমি শুধু বিভিন্ন কৌশল কিংবা প্রাথমিক বিষয়গুলো বর্ণনা করেছি।

সর্বশেষে যারা এয়ারড্রপ পছন্দ করেন ,তাদের জন্য বলবো মার্কেট আর আগের তো নেই। মানে বিভিন্ন জোকার টুইটার প্রোফাইল দিয়ে মার্কেট ভরে গেছে এবং এয়ারড্রপের চাহিদাও কমে যাচ্ছে। কারণ প্রজেক্ট এখন এয়ারড্রপকে তাদের মার্কেটিং হিসেবে ব্যবহার করতেছে, যেমনটা আগে মোটেও ছিল নাহ। তাই কোনো প্রজেক্টের এয়ারড্রপ করার আগে দেখবেন, প্রজেক্টটি ভালো কি নাহ এবং প্রজেক্টটি কি শুধুমাত্র তাদের মার্কেটিং এর জন্য এয়ারড্রপকে ব্যবহার করতেছে নাকি। এছাড়াও অনেক প্রজেক্ট ৫ মিলিয়ন কিংবা এর বেশি ফান্ডিং করার মানেই যে ভালো এয়ারড্রপ পাবেন এমন নাহ, এর জন্য আরো কিছু বিষয় আছে। যেগুলো আপনাদেরকে জোকার টুইটার প্রোফাইলগুলো বলবে নাহ, কেননা তারা শুধু তাদের ফলোয়ার বাড়ানোর জন্য মনকাড়া ( ক্লিকব্রেইট) টাইটেল ব্যবহার করে, x প্রজেক্ট থেকে $১০,০০০ এর এয়ারড্রপ পেতে পারেন কিংবা y প্রজেক্ট এত এয়ারড্রপ দিয়েছ, তার মানে z প্রজেক্টও অনেক এয়ারড্রপ দিবে। তাই ওমন টুইটার প্রোফাইল থেকে দূরে থাকুন এবং নিজের বিচার-বিশ্লেষণ করুন।
