কী ভাবে শুরু করবো টা বুঝতে পারছি না।। কিন্তু আমি আজ অনেক আনন্দিত।। কারণ আমি আজ সর্ব প্রথম Bitcointalk থেকে signiture এর মাধ্যমে Bitcoin উপার্জন করেছি।। এইটা আমার জন্য অনেক আনন্দের।। যদিও এইটি পরিমাণ এ খুব কম কিন্তু এইটি আমার কাছে অনেক কারণ এইটি আমার Bitcointalk থেকে প্রতম উপার্জন।।
প্রথম উপার্জন সবার জন্যই অনেক আনন্দের হয়ে থাকে সেটা হোক চাকরি ক্ষেত্রে কিংবা অন্য ক্ষেত্রে। তবে প্রথম উপার্জন খুব অল্প পরিমাণ হলেও নিজের কাছে গর্ববোধ করার মত হয়ে দাঁড়ায়। আমাদের ছোট বড় সবারই স্বপ্ন যে আমরা একদিন এই ফোরাম থেকে কিছুটা হলেও উপার্জন করতে পারব এবং সেদিন আমি আমার প্রথম উপার্জনের কথা আপনাদেরকে শেয়ার করব সেই অনুভূতিটার জন্য অপেক্ষা করছি।