Post
Topic
Board Other languages/locations
Re: জীবন এর প্রথম Bitcoin উপার্জন।
by
cryptoWODL
on 23/10/2023, 03:34:29 UTC
কী ভাবে শুরু করবো টা বুঝতে পারছি না।। কিন্তু আমি আজ অনেক আনন্দিত।। কারণ আমি আজ সর্ব প্রথম Bitcointalk থেকে signiture এর মাধ্যমে Bitcoin উপার্জন করেছি।। এইটা আমার জন্য অনেক আনন্দের।। যদিও এইটি পরিমাণ এ খুব কম কিন্তু এইটি আমার কাছে অনেক কারণ এইটি আমার Bitcointalk থেকে প্রতম উপার্জন।।



আমাদের লোকাল বোর্ড এর বড় ভাই @LDL ভাই কে অনেক ধন্যবাদ হ্যাঁ হয়তো তার সাথে আমার খুব একটি পরিচয় নেই শুরু থেকে আজ পর্জন্ত টেলিগ্রামে শুধুমাত্র দুই বার কথা হয়েছে কিন্তু তিনি আমার জন্য অনেক উপকারী একটি মানুষ ।। তার উপদেশ গুলো অনেক কাজে এসেছে।। তিনি এত বরমাপ এর ব্যাক্তি হওয়া সত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই এবং তিনি অনেক বন্ধু সুলভ মানুষ।। @LDL ভাই অনেক ধন্যবাদ ভাই ছোট ভাই হিসাবে উপদেশ গুলো দেওয়ার জন্য।।
জীবনে প্রথম উপার্জনের ফিলিংসটা সবার মাঝে আসুক এটা আমি সহ আরো অন্যান্য যারা প্রথম উপার্জন করতে পারেনি তাদের সবারই কাম্য। আজকে আপনার অনুভূতিটা সত্যিই অসাধারণ হয়তো আপনি অনেক খুশি আছেন প্রথম উপার্জন করতে পেরে। আসলে বড় ভাইদের কাজই হল ছোটদেরকে উপদেশ দিয়ে সঠিকভাবে গড়ে তোলা। প্রত্যেক বড়দের আদর্শেই অনুপ্রাণিত হয়ে ছোটরা গড়ে উঠবে তাহলেই ফোরাম সুন্দর হবে। আসলে আমি যতই দেখেছি যে যারা বড় বড় ব্যক্তিত্ব তাদের হিংসে বা অহংকার কম হয়। তবে আবার এমন কিছু ব্যক্তি আছে যাদের অহংকারই সবকিছু এবং তারা অহংকার সবকিছুতেই দেখায়। আপনাকে ধন্যবাদ সঠিক মানুষের সঠিক উপদেশে নিজেকে গড়ে তোলার জন্য।