তিনি আমার জন্য অনেক উপকারী একটি মানুষ।
আপনার জীবনের প্রথম উপার্জন দিয়ে আপনার বাবা-মা যদি বেঁচে থাকে তাদেরকে কোন গিফট দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন আপনার বাবা-মা খুশি তো স্বয়ং আল্লাহ পাক খুশি।এটা সত্যিই অনেক বড় তৃপ্তির একটা জায়গা যে,
"জীবনের প্রথম ইনকাম, সত্যি..."। আশা করব, জীবনের প্রথম ইনকামের টাকা অবশ্যই ভালো কোন কাজে খরচ করবেন! @LDL ভাই যদিও বলে দিয়েছেন, যে এই টাকা থেকে আপনার বাবা-মায়ের জন্য কোন গিফট কিনে দিলে তারা খুশি হত। আসলেই বাবা-মায়ের খুশির উপর আর কোন খুশি হয় না। বাবা-মা যে সন্তানকে কতটা ভালোবাসে! আসলে যে প্রকৃত সন্তান, সেই বিষয়টা বুঝতে পারে!!! বিশেষ করে বাবার কথা, না বললেই না...! সব সন্তান শুধু বাবার উপরের শাসনটা দেখে কিন্তু বাবার ভিতরের মনটা অনেক সন্তানই বুঝতে পারে না। সন্তানের কিছু হলে বাবা নামক ব্যক্তিটা যে কতটা কষ্ট পায় সে কথা বলে বোঝানো যায় না।
গত এক সপ্তাহ আগে আমার বড় ছেলেটার ছোটখাটো এক্সিডেন্ট হয়, সেই এক্সিডেন্টের কথাটা শুনেই আমি যে কতটা কষ্ট পেয়েছি, কাউকে বুঝাইতে পারবো না। বুকের ভিতর থেকে কি যেন এক অজানা কষ্ট অশ্রু হয়ে বেরিয়ে আসে।।। ভালো থাক পৃথিবীর সব বাবা-মা।
পরিশেষে @Suzume ভাইরে, একটা কথাই বলবো, যত ব্যস্ততার মাঝেই হোক ফোরাম একটু সময় দিয়েন।