কী ভাবে শুরু করবো টা বুঝতে পারছি না।। কিন্তু আমি আজ অনেক আনন্দিত।। কারণ আমি আজ সর্ব প্রথম Bitcointalk থেকে signiture এর মাধ্যমে Bitcoin উপার্জন করেছি।। এইটা আমার জন্য অনেক আনন্দের।। যদিও এইটি পরিমাণ এ খুব কম কিন্তু এইটি আমার কাছে অনেক কারণ এইটি আমার Bitcointalk থেকে প্রতম উপার্জন।।
আপনি ভাগ্যবান কারণ মেম্বার রেঙ্কে আপনি সিগনেচার করার সুযোগ পেয়েছেন। খুবই কম পরিমাণ সদস্য মেম্বার রাঙ্ক থেকে সিগনেচার করার সুযোগ পায়। বেশিরভাগ ম্যানেজার এর সিগনেচার ক্যাম্পেইনগুলোর জন্য সর্বনিম্ন যোগ্যতা ফুল মেম্বার রাখে তাই মেম্বাররা সাধারণত বেশিরভাগ সিগনেচারগুলোতেই কাজ করার সুযোগ পায় না।
@CryptopreneurBrainboss কে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত মেম্বারদের কাজের সুযোগ করে দেওয়ার জন্য। তার ক্যাম্পেইনে আমাদের বাংলা বোর্ড থেকে বেশ কিছু মেম্বার কাজ করার সুযোগ পেয়েছে।
প্রথম পেমেন্ট এর পরিমাণ যতই কম হোক না কেন সেই আনন্দ থাকে অনেক বেশি। প্রথম পেমেন্টে আপনি পাঁচ ডলার সমপরিমাণ বিটিসি রিসিভ করেছেন এই পেমেন্টের কথা আপনার দীর্ঘদিন মনে থাকবে এবং পরবর্তীতে আপনি অনলাইন থেকে যতই পেমেন্ট পান না কেন প্রথম পেমেন্টের মত খুশি আপনার আর কখনোই লাগবে না।
আপনাকে সহ বাংলা বোর্ডের ওইসব ভাইদের অভিনন্দন জানাচ্ছি যারা মেম্বার অথবা ফুল মেম্বার হিসেবে সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হয়ে প্রথম পেমেন্ট রিসিভ করেছে।