Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
HamiltonCommunity
on 23/10/2023, 07:50:50 UTC
এই বিটকয়েনটক থেকে অনেকেই অনেক ভাবে উপার্জন করেছেন এবং বর্তমানে উপার্জন করতেছেন, আমি নিজেও এই বিটকয়েনটক ফরাম থেকে উপার্জন করতেছি।

অনেকেই আছেন যাদের শুধু মাত্র সংসার চালানোর জন্য একমাত্র আয়ের উৎস হচ্ছে এই বিটকয়েনটক সিংনেচার এবং বাউন্টি আবার কেউ এয়ারড্রপ যাইহোক বাউন্টি ও এয়ারড্রপ বর্তমানে ভালো না। একমাত্র সিংনেচার ক্যাম্পাইনে শুধু মাত্র ভালো তবে এর মাঝে যারা ভালো কোন ক্যম্পেইনে যুক্ত হয়েছেন। জানিনা এমন কখনো হবে কী না? আমিও চাই না এরকম কখনো হোক। যদি কখনো এই ফরাম থেকে সিগনেচার বন্ধ হয়ে যায়। তখন কি হবে যারা শুধু মাত্র এই সিংনেচার এর উপর ভড়সা করে পারিবারিক চাহিদা পুরন করেন? যেমন, Negotiation ভাই তিনি উল্লেখ করেছিলেন যে তিনি চাকরি করতেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এখন তিনি এই সিংনেচার থেকে ইনকাম করে সংসার চালাচ্ছেন। যদি সিংনেচার ক্যাম্পাইন বন্ধ হয় তিনি কি করবেন? যাইহোক এই সকল কথা বলার একমাত্র উদ্দেশ্য হলো সকলের ভবিষ্যতের কথা চিন্তা করে। আপনারা যারা সিংনেচার করে ইনকাম করেন আমি মনে করি তাদের উচিত কোন জব বা ছোট ব্যবসা করা এবং পাশাপাশি সিংনেচার করুন। এতে ভবিষ্যতে আপনার ও আপনার সন্তানদের জন্য ভালো হতে পারে। তবে এর মাঝে যারা পড়াশোনা করেন তাদের জন্য খুবই পারফেক্ট এই সিংনেচার ক্যম্পেইন, কিন্তু তাদের উচিত পড়াশোনা ঠিক রেখে এই ফরামে সময় দেওয়া। এই ফরামে সিংনেচার এর পাশাপাশি কে কি কাজ করেন, জব নাকী ব্যবসায় বা ইত্যাদি আরও অনেক কাজ রয়েছে। আপনারা কি শেয়ার করবেন সিংনেচার এর পাশাপাশি কে কি করেন?

ভাই হাসির একটা ঘটনা শেয়ার করি। আপনি যদি বিয়ে করতে যান। পাত্রী পক্ষ যদি জিজ্ঞেস করে ছেলে কি করেন?  ভাই আপনি যদি কোন কাজ বা চাকরি বা ব্যবসা না করেন। যদি বলেন আমি মোবাইল বা কম্পিউটার দিয়ে অনলাইন থেকে ইনকাম করি। তাহলে দেখবেন যারা বুঝে না তারা বলবে ছেলে জুয়া খেলায় "" টাকা কি"""বললাম না বুঝে নিয়েন। অনলাইন ইনকাম করে বিয়ে করাও অনেক কষ্টকর যা আমি বুঝেছি  Grin। আসল কথা আমরা জুয়া না খেললেও জুয়ার সাইড গুলো প্রচার করে থাকি Grin

অনেকেরে দেখা যায় আমি মনে হয় কাউকে প্রশ্ন করতে দেখেছি বলছে বিটকয়েনে বিনিয়োগ করে তার ক্যারিয়ার গড়তে চান। আমি মনে হয় সেই টপিকে রিপ্লে করেছিলাম। এই ধরনের যারা চিন্তা ভাবনা করেন আসলে একটি ভুল ধারনা। যারা বিটকয়েন সম্পর্কে অনেক জ্ঞানী তারাই বলে, এবং আমিও বলবো বিটকয়েন বিনিয়োগ এমন অর্থ দিয়ে করুন যা আপনার হাড়িয়ে গেলে কোন আর্থিক সমস্যার পড়তে না হয়, বিনিয়োগ থেকে লস খেলে পূর্বের মতো জীবন যাপন কর‍তে পারেন। অনেকেরই দেখা যায়, তার বাবার সম্পত্তি বিক্রি, কেউ মায়ের রেখে যাওয়ার মুলধন, ইত্যাদি আরও অনেক আছে। এসব চিন্তাভাবনা করা উচিত নয়, নিজে ইনকাম করে বিটকয়েনে বিনিয়োগ করুন। নিজে ক্যারিয়ার গড়ুন, ভালো একটা চাকরি করুন বা জব করুন এবং মুনাফা অর্জন করে সঞ্চয় করুন এবং পাশাপাশি বিটকয়েনে বিনিয়োগ করুন।


আপনার হাসির ঘটনা  অনেক পছন্দ হলো ভাই এবং যা আমার জীবনের সঙ্গে সম্পৃক্ত তার কারণ হলো আমি একজন স্টুডেন্ট এবং তার পাশাপাশি আমি বাউন্টি ক্যাম্পাইনে কাজ করতাম এবং আমার পাড়া-প্রতিবেশী যখনই বলে তুমি কি কর আমি বলতাম অনলাইনে বিটকয়েনে বাউন্টি কাজ করি তারা বলতো সেটা আবার কি বলতাম একটা অনলাইন জব কিন্তু৷ তারা তো আর বুঝতো না, বিটকয়েন এর বাউন্টির কাজ কি এবং তারা প্রকাশে বলতো না কিন্তু পড়ে শোনা যায় তো যে তারা উল্লেখ করেছে যে ছেলে হয়তো বা অনলাইনে জুয়া খেলে 😇 বিশেষ করে ক্যাসিনো গ্রামগঞ্জে সম্প্রচার হবার পর থেকে যে অনলাইন জব করুক। যদি মুরুব্বী এবং শ্রদ্ধেয় বড় ভাই এ সকল বাউন্টি বিষয় জানে না তাদেরকে যদি এ বিষয়ে বলা হয় তারা নিশ্চয়ই বলবে এটা জুয়ার সাইট। আমি আশা করি যে সকল শ্রদ্ধেয় বড় ভাই বিটকয়েনটক সিংনেচার, বাউন্টি ক্যাম্পাইনে কাজ করেন মার্কেট ভালো হলে আশা করি সকলে ভাল উপার্জন করতে পারবেন।