হাল ফিন্নি এবং সাতোশি নাকামোতো-র মধ্যে যে ১০ বিটিসি লেনদেনটা হয়েছিল। মূলত সাতোশি হালফিন্নকে ১০ বিটিসি দিয়েছিল, কেন দিয়েছিল? এই বিষয়টা নিয়ে আমার কনফিউশন দূর হচ্ছে না। আর একটা বিষয় মাথার মধ্যে খুব ঘুরপাক খাচ্ছে। আমি শুনেছিলাম, বিটকয়েনটক ফোরামে মেরিটের ব্যবস্থা পূর্বে ছিল না, কিন্তু পরবর্তীতে মেরিটের ব্যবস্থাটা কেন করা হয়েছিল? এর উদ্ভাবক কে ছিল? এবং প্রথম মেরিট লেনদেনটা কাদের মধ্যে হয়েছিল?
যদি সিনিয়র @littleMouse, @LDL ভাই জেনে থাকেন আমাকে একটু জানালে উপকৃত হইতাম।