আমাদের জেনারেশন কি সৃজনশীলতা ভুলে গেছে। জীবনটাই কপি পেস্ট হয়ে গেছে মনে হচ্ছে।

আসলে এদের মাঝেও প্রতিভা লুকিয়ে থাকতে পারে। হতে পারে এদেরই কেউ একজন লিজেন্ডারি মেম্বার হবে ফোরামে। আমি ফোরামে বেশ কিছু নাম দেখেছি যেগুলো মূলত দেখতে প্রায় একই রকম, যেমন লিটল মাউস এর পাশাপাশি আছে বিটিসি মাউস, লজিটেক মাউস, আরো কোনো ইন্দুর আছে নাকি আমার জানা নাই। স্টার নিয়ে একটা গ্রুপ আছে, যেমন ডার্ক স্টার, ব্ল্যাক স্টার, আবার ব্ল্যাক বস ইত্যাদি ইত্যদি। কিন্তু আমি যাদের নাম বললাম, তারা সবাই ফোরামে এসটাবলিস্ট হয়ে গেছে। একসময় তারাও জুনিয়র ছিলো। সমস্যা হলো যখন মানুষ নামের সিমিলারিটি দেখে মনে করে এটা আমার অল্ট একাউন্ট কি না। কিন্তু একই কমিউনিটি থেকে যখন এরকম নামের ইউজার আসবে, তখন সন্দেহ করা স্বাভাবিক।