Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DVlog
on 23/10/2023, 08:38:11 UTC
এই বিটকয়েনটক থেকে অনেকেই অনেক ভাবে উপার্জন করেছেন এবং বর্তমানে উপার্জন করতেছেন, আমি নিজেও এই বিটকয়েনটক ফরাম থেকে উপার্জন করতেছি।

অনেকেই আছেন যাদের শুধু মাত্র সংসার চালানোর জন্য একমাত্র আয়ের উৎস হচ্ছে এই বিটকয়েনটক সিংনেচার এবং বাউন্টি আবার কেউ এয়ারড্রপ যাইহোক বাউন্টি ও এয়ারড্রপ বর্তমানে ভালো না। একমাত্র সিংনেচার ক্যাম্পাইনে শুধু মাত্র ভালো তবে এর মাঝে যারা ভালো কোন ক্যম্পেইনে যুক্ত হয়েছেন। জানিনা এমন কখনো হবে কী না? আমিও চাই না এরকম কখনো হোক। যদি কখনো এই ফরাম থেকে সিগনেচার বন্ধ হয়ে যায়। তখন কি হবে যারা শুধু মাত্র এই সিংনেচার এর উপর ভড়সা করে পারিবারিক চাহিদা পুরন করেন? যেমন, Negotiation ভাই তিনি উল্লেখ করেছিলেন যে তিনি চাকরি করতেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এখন তিনি এই সিংনেচার থেকে ইনকাম করে সংসার চালাচ্ছেন। যদি সিংনেচার ক্যাম্পাইন বন্ধ হয় তিনি কি করবেন? যাইহোক এই সকল কথা বলার একমাত্র উদ্দেশ্য হলো সকলের ভবিষ্যতের কথা চিন্তা করে। আপনারা যারা সিংনেচার করে ইনকাম করেন আমি মনে করি তাদের উচিত কোন জব বা ছোট ব্যবসা করা এবং পাশাপাশি সিংনেচার করুন। এতে ভবিষ্যতে আপনার ও আপনার সন্তানদের জন্য ভালো হতে পারে। তবে এর মাঝে যারা পড়াশোনা করেন তাদের জন্য খুবই পারফেক্ট এই সিংনেচার ক্যম্পেইন, কিন্তু তাদের উচিত পড়াশোনা ঠিক রেখে এই ফরামে সময় দেওয়া। এই ফরামে সিংনেচার এর পাশাপাশি কে কি কাজ করেন, জব নাকী ব্যবসায় বা ইত্যাদি আরও অনেক কাজ রয়েছে। আপনারা কি শেয়ার করবেন সিংনেচার এর পাশাপাশি কে কি করেন?

আপনার কথার সাথে একমত। শুধু signature ক্যাম্পেইন এর উপর নির্ভর করে থাকা বোকামি হবে। আবার এটা কোনো স্কিল ডেভেলপমেন্ট করতেছে না। তাই আমাদের উচিত এর পাশাপাশি অন্য কাজ শিখা। তবে কেউ যদি শুধু পড়াশুনা এর পাশপাশি এসব করে তার জন্য ভালো।

আমি প্রজেক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি ফোরাম এর বাইরে। আমার মনে হয় ফোরামের অনেকেই বিভিন্ন প্রজেক্টে কমিউনিটি মডারেটর হিসেবে কাজ করে থাকে। সবাই ফোরামের বাইরেও কিছু করার চেষ্টা করেন আপনাদের ভবিষ্যত এর জন্যই ভালো হবে।