Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
cryptoWODL
on 23/10/2023, 15:19:01 UTC
আমাদের বাংলা বোর্ডের অনেক সদস্য আছে যাদের বর্তমান ফ্যামিলি পরিচালনা হচ্ছে সিগনেচারের টাকা দিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেক মেম্বার সিগনেচার থেকে প্রত্যেক মাসে তুলনামূলক ভালো পরিমাণ অর্থ ইনকাম করে। ছাত্র জীবনে যারা বিটকয়েনের সাথে জড়িয়ে পড়েছে এবং যারা সিগনেচার থেকে প্রত্যেক সপ্তাহে কিছু অর্থ উপার্জন করছে তাদের পক্ষে পরবর্তীতে চাকরি করা কষ্ট হবে। অনেকেই হয়তো এখন সিগনেচার করে ভালো পরিমাণ অর্থ ইনকাম করছে যার কারণে তারা শুধুমাত্র সিগনেচারকেই নিজেদের পেশা হিসেবে বেছে নিতে পারে। আমার মনে হয় বিটকয়েনে সিগনেচার আমাদের পার্ট টাইম চাকরি হওয়া উচিত, আমাদের আগে একটি ফুলটাইম জব নিশ্চিত করতে হবে। আমরা যারা লেখাপড়ার সাথে যুক্ত আছি তাদের অবশ্যই লেখাপড়া চালিয়ে যাওয়া উচিত এবং যারা অন্য পেশায় জড়িত আছি তাদের অন্য কাজ ঠিকমতো চালিয়ে পাশাপাশি বিটকয়েন টক ফোরামে সময় দিতে হবে।
যারা সিগনেচার করে বর্তমান সময়ে অর্থ উপার্জন করছে তারা যদি এটাকে তাদের জীবনের পেশা হিসেবে বেছে নেয় তাহলে তারা ভুল করবে।এই সিগনেচার ক্যাম্পেইন করে কিন্তু আমাদের কোন স্কিলের ডেভেলপমেন্ট বা উন্নতি হচ্ছে না। তাই আমাদের উচিত নিজেদেরকে ডেভেলপমেন্ট করা এবং অন্য কিছু শেখা যেমন ওয়েব ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স ডিজাইন এইসব শেখা যেতে করে নিজেকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য। আপনার কথামতো আমাদের সবার উচিত এটাকে পার্ট টাইম জব হিসেবে নেওয়া। আমরা আমাদের ক্যারিয়ার এবং ফিউচারে কি করব সেই সম্পর্কে নিজেদের লেখাপড়া বা চাকরির প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত।