আমি অনেক আগে একটা পোস্ট শেয়ার করেছিলাম সেখানে কিছু বিটকয়েন টক হিডেন ইমোজি ছিল। আজকের এই পোস্ট সেই ইমোজিগুলোকে কিছু JS এর কোডের মাধ্যমে বর্তমানের ইমোজিগুলোর পাশে এড করতে পারবেন।
শুরুতেই বলে নেই এটা শুধু যারা ইমোজি ব্যবহার করতে বেশি পছন্দ করেন তাদের জন্য। আমি নিজেও ইমোজি লাভার তাই হালকা স্ক্রিপ্ট এর মাধ্যমে এই ছোট্ট প্রচেষ্টা করা। যদিও স্ক্রিপটি এর ভুলগুলো ঠিক করার জন্য চ্যাট জিপিটি এর সাহায্য নিয়েছি।

1. যাই হোক এটি করার জন্য আপনাকে প্রথমে এই এক্সটেনশন গুলো এড করে নিতে হবে আপনার ব্রাউজারে
Tampermonkey এবং
Greasemonkey।
2. তারপর ব্রাউজার এ গিয়ে এক্সটেনশন অপশন থেকে Tampermonkey এ ক্লিক করে ক্রিয়েট এ নিউ অপশন এ ক্লিক করতে হবে।

3. তারপর তারপর আপনাকে নিচে দেওয়া লিংকে থেকে কোড গুলো কপি করে জাস্ট পেস্ট করতে হবে তারপর সেভ করলেই, দেখতে পাবেন যে ইমোজিগুলো অ্যাড হয়ে গিয়েছে।

4. আর যারা মোবাইল ইউজার আছেন তারাও
এই পোস্টটি ফলো করতে পারেন তবে এখানে আপনাকে মোবাইল ব্রাউজার হিসেবে সেইসব ব্রাউজারকে চুজ করতে হবে, যেগুলো ডেস্কটপ এক্সটেনশন সাপোর্ট করে। এদিক থেকে আমি বলব আপনারা Kiwi ব্রাউজার ব্যবহার করতে পারেন।
codes:
https://pastebin.com/jP6NeqeUআমার আরো কিছু পোস্ট যা অনেক নতুনদের কাজে লাগতে পারে।