আপনাকে সান্তনা দেওয়ার মত কোন ভাষা সা আমার কাছে নেই। তবে এটা সাময়িক লস এবং আপনি যদি বেঁচে থাকেন তাহলে আল্লাহর রহমতে অনেক উপার্জন করতে পারবেন। আমি সাধারণত ফিউচার ট্রেডিং বিষয়টা ভালোভাবে বুঝিনা। তবে এটুকু বুঝি আপনার হয়তো কোন বোঝাতে ভুল ছিল যার কারণে আপনি বড় ধরনের লস খেয়েছেন। আল্লাহ আপনার শরীর স্বাস্থ্য ভালো রেখেছে এটাই অনেক। আপনি ভবিষ্যতে এই লস রিকভারি করার তৌফিক দান করবেন। এবং আপনার ভাগ্যের উপর এটা বিশ্বাস রাখুন যে যে জিনিস আপনার ভাগ্যে নেই তা যে কোন না যেকোন উপায়ে আপনার বেরিয়ে যাবেই। এই ডলারগুলো হয়তো আপনার ভাগ্যে নেই তাই আপনার এত বড় একটি লস হল। আল্লাহপাক যেটা করে সেটা বান্দার ভালোর জন্যই করে।