Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
HelliumZ
on 24/10/2023, 04:25:31 UTC
⭐ Merited by Bitcoin_people (1)
আজকে নিজেরে কি বলে দাবি করবো বুঝতে পারতেছি না বোকা নাকি বো*** ই। Roll Eyes আগামীকাল রাতে বিটকয়েন মার্কেটের অবস্থা দেখে আমি ভেবেছিলাম হয়তো এখান থেকেই বিটকয়েন মার্কেটে নিচের দিকে নামতে পারে হতে পারে এটা সর্বোচ্চ হাইপ। কিন্তু তা না হয়ে বরং আমি যখন ফিউচার ট্রেডিং এ গিয়ে শর্ট নিলাম ঠিক তারপর থেকে বিটকয়েন মার্কেটে স্রোতের বেগে বাড়তে থাকে যেখানে আমি $৩১৩০০ তে শর্ট নিয়েছিলাম সেখানে বিটকয়েনের মূল্য ধীরে ধীরে বাড়তে বাড়তে $৩৬৪৩৪ এ গিয়েছিল। যেখানে আমাকে বিটকয়েনে লিকুইডেশন প্রাইস দিয়েছিল $৩৬৪৩৬ আমি তো ভাই এটা দেখার পর পুরাই মরা অবস্থা জীবনন্ত মারা। যাইহোক আল্লাহতালা যে আমাকে অতধুর পর্যন্ত গিয়ে ফিরে আসতে দিয়েছি এটাই অনেক। যেখানে আমি $713 ডলার দিয়ে ট্রেড নিয়েছিলাম সেখানে বিটকয়েনের মূল্য উর্ধ্বমুখী হয়ে ৫১২ ডলার লস হওয়ার পর আমি কেটে দেই যাতে আমি সমস্ত অর্থ না হারাই। এখন আমার ফান্ডে $২০০ এর মতো আছে, একবারে সম্পূর্ণ অর্থ না হারিয়ে অল্প কিছু রয়েছে, দুঃখের বিষয় হল সবগুলো ছিল আমার জীবনের উপার্জনের কিছু সংগ্রহ করে রাখা ডলার। তার চেয়ে বড় দুঃখ হচ্ছে আমি কয়েকদিন আগে sahasn ভাইয়ের কাছ থেকে $200 লোন এনেছি ওই লোনসহ আমার জমানো অর্থ ও শেষ প্রায়। আমি আজকে এমন হতবাগার মতো কাজ করেছি যা সত্যিই দুঃখজনক, যাই হোক কে যানতো যে বিটকয়েন এর মার্কেট এভাবে বৃদ্ধি পাবে। নিজের উপর নিজেরই রাগ উঠতেছে কিছুই করার নেই, আপনাদের কাছে একটু আবেগ শেয়ার করলাম। Roll Eyes


আপনাকে সান্তনা দেওয়ার মত কোন ভাষা সা আমার কাছে নেই। তবে এটা সাময়িক লস এবং আপনি যদি বেঁচে থাকেন তাহলে আল্লাহর রহমতে অনেক উপার্জন করতে পারবেন। আমি সাধারণত ফিউচার ট্রেডিং বিষয়টা ভালোভাবে বুঝিনা। তবে এটুকু বুঝি আপনার হয়তো কোন বোঝাতে ভুল ছিল যার কারণে আপনি বড় ধরনের লস খেয়েছেন। আল্লাহ আপনার শরীর স্বাস্থ্য ভালো রেখেছে এটাই অনেক। আপনি ভবিষ্যতে এই লস রিকভারি করার তৌফিক দান করবেন। এবং আপনার ভাগ্যের উপর এটা বিশ্বাস রাখুন যে যে জিনিস আপনার ভাগ্যে নেই তা যে কোন না যেকোন উপায়ে আপনার বেরিয়ে যাবেই। এই ডলারগুলো হয়তো আপনার ভাগ্যে নেই তাই আপনার এত বড় একটি লস হল। আল্লাহপাক যেটা করে সেটা বান্দার ভালোর জন্যই করে।