Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 24/10/2023, 04:39:14 UTC
⭐ Merited by Bitcoin_people (1)

মার্কেট Q4 বৃদ্ধি পাওয়ায় সম্ভাবনা ছিল



আপনি যেহেতু দেখতে পেয়েছেন কিনা জানিনা বিগত কয়েক মাস ধরে বিশেষ করে আগস্ট সেপ্টেম্বরে বিটকয়েন মার্কেট কিন্তু বড় ধরনের বেয়ার মার্কেট দিয়েছিল। এবং সেই বিয়ার মার্কেট বেশ কিছুদিন স্থায়ী ছিল। তবে অতীতের বছরগুলোতে খেয়াল করে দেখা যায় যে প্রতি দুই বছর পর পর অক্টোবরের শেষের দিকে এসে বিটকয়েনের বাজার বৃদ্ধি পায়। যদিও এটা মানুষের একটি অনুমানযোগ্য ধারণা তবুও কয়েক বছর ধরে এরকম সিচুয়েশনে লক্ষ্য করা যাচ্ছে। আপনি এই সময় এসে বিটকয়েনের উপর ফিউচার ট্রেডিং করতে গেলেন অথচ লং না নিয়ে শর্ট মেরে দিলেন পরিশেষে বিটকয়েনের ট্রেডিং আপনাকে বড় ধরনের লস খাইয়ে দিল।

সবার যে গতি আমার/আপনার একই গতি



আপনার পোস্ট দেখে আমি একটু ঘাটাঘাটি করতে গেলাম। এই নিউজটি আমার সকালে চোখে পড়েছিল কিন্তু অতটা গুরুত্ব দেইনি। দেখুন মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে 300 মিলিয়ন ডলারের বিটকয়েন অলরেডি লিকুইডেশন খেয়ে গেছে। আপনি মনে করেন এই 300 মিলিয়নের ভিতরে আপনার 500 ডলারের উপরে বিটকয়েন লিকুইয়েশন খেয়েছেন। আরে ভাই ফিউচারে লাভ হলে ভাই কাউরে বলতেন না অথচ লোকসান খেয়েছেন এজন্য এটা ঢোল পিটিয়ে বেড়াচ্ছেন। ধৈর্য ধরুন হতাশ হবেন না। আপনার ফিউচার ট্রেডিংয়ে শর্ট নেওয়াটা উপযুক্ত সময় ছিল না। পরবর্তীতে আপনি আরেকটু ভালোভাবে গবেষণা করে তারপরে ফিউচার ট্রেডিং করতে যাবেন। মনে রাখবেন ভাগ্য সব সময় ফেভার করে না। আপনি হতাশ না হয়ে যে পরিমাণ বিটকয়েন আছে এই মুহূর্তে ওই পরিমাণ বিটকয়েন হোল্ড করে রেখে দিন। কে বলতে পারে ওই পরিমাণ বিটকয়েন আপনার বর্তমানে যে লস খেয়েছেন সেই লসটা রিকভারি করে দেবে।