নিজের উপর রাগ করে নিজের কোন ক্ষতি করবেন না। আপনাকে এই সময় প্রচুর ধৈর্য ধরতে হবে তাছাড়া আর কোন উপায় নেই। এই মার্কেট বৃদ্ধির ফলে শুধু আপনি নন আপনার মত হাজার হাজার মানুষ লিকুয়েডিশন খেয়েছে। কালকে মার্কেট বৃদ্ধির ফলে ২ ঘন্টায় এক বিলিয়ন ডলার লিকুইডেশন খেয়েছে ফিউচার ট্রেডাররা।এখানে আপনার জন্য আমার পরামর্শ হবে আপনি পরবর্তীতে ফিউচার ট্রেডিং করলে অবশ্যই মার্কেট ভালোভাবে এনালাইসিস করবেন। মার্কেট এনালাইসিস করতে না পারলে ফিউচার ট্রেডিং ছেড়ে দেন। ফিউচার ট্রেডিং করে আজ পর্যন্ত কেউ সফল হতে পারেনি।