Post
Topic
Board Other languages/locations
Re: বিটকয়েন টক এর হিডেন ইমোজি গুলোকে এড করার 
by
DVlog
on 24/10/2023, 13:41:19 UTC
এটা অনেকটা কার্যকরী বিশেষ করে যারা ইমোজি লাভার। তবে এগুলো বাংলাতে শেয়ার করে কোন লাভ নাই আপনি বাংলা থেকে আপনার ন্যায্য কোন কিছু পাবেন না। কারণ হলো এখানে সব সময় স্বজনপ্রীতি চলে আর আল্ট অ্যাকাউন্টগুলো বড় করে সিগনেচারে লাগানোর চেষ্টা চলে। আমি আপনার উপরের ২ পেজ আর পরের পোস্টগুলো দেখেন। কেমন পোস্টে মেরিট দেওয়া হইতেছে কিন্তু আপনি কষ্ট করে JS কোড লিখে এমন একটা স্ক্রিপ্ট বানাইছেন তবে আপনার পোস্টে কোনো মেরিট নাই। Learn Bitcoin এর আগে এক পোস্টে বলছিলো যে বাংলাদেশের কমিউনিটি ২-৩ ভাগে ভাগ হইয়ে যাচ্ছে আমি বলবো যাচ্ছে না ইতিমধ্যে হইয়ে গেছে। আর বাংলা বোর্ডের পতন শুরু হইয়া গেছে।

বাংলা বোর্ডটার অবস্থা হইছে (আল্টকয়েনটক) এর মতো একটা সময় ছিলো ঐ ফোরামটা অনেক এক্টিভ ছিলো এর পর সেখানে বাউন্টি, সিগনেচার যাওয়া শুরু করলো আর শুরু হইলো একজন আরেকজনের পেছনে লাগা এভাবে ফোরাম ছাড়তে শুরু করলো ইউজাররা আর এখন পুরা ফোরামি প্রায় ইনএক্টিভ হইয়া গেছে। আমাগো বাংলা বোর্ডটাও কিছুদিন অনেক গরম ছিলো তবে দলে দলে ভাগ হইয়া যাওয়ায় কেমন জানি হইয়া যাইতেছে।

আমিও সেদিন এই কথা বলেছি। আমাদের বোর্ডে একাউন্ট ফার্মিং চলতেছে। এমন সব পোস্টে মেরিট শেয়ার করা হচ্ছে যেগুলো গ্লোবালে স্প্যামিং হিসেবে রিপোর্ট খাইতো। কেউ এই বিষয়ে কথা বলারও মনে হয় সাহস পাচ্ছেনা। আপনি বিষয়টা মেনশন দিয়ে ভালো করছেন। যারা এসব করতেছে তাদেরকে এখনো বলতেছি আপনারা ফেয়ার থাকেন, এসব গ্রুপিং করে মেরিট শেয়ার দিয়ে একাউন্ট ফুল মেম্বার এর বেশি নিতে পারবেন না। গ্লোবালে পাওয়া মেরিট লোকাল বোর্ডে শেয়ার করতে ইচ্ছা হয় কিন্তু যখন দেখি স্প্যাম পোস্টেও মেরিট দিচ্ছে একেকজন তখন কষ্ট করে গ্লোবালে মেরিট পাওয়ার কোনো মূল্য থাকেনা।