Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin_people
on 24/10/2023, 14:45:02 UTC
---

মাঝে মাঝে আমি বলি যে অভাগা যেদিকে যায়, সেদিকে সাগর শুকিয়ে মরুভুমি হয়ে যায়। আমি সাধারনত ট্রেড করি না। কিন্তু যখন করি, তখন মনে হয় আমি ট্রেড নিয়েছি বলেই মারকেট আমার বিপরীতে যাচ্ছে। আমরা যতই এটাকে কো-ইনসিডেন্ট বলি না কেনো, মাঝে মাঝে আমার এটাই মনে হয়। আমি ট্রেড নেয়ার আগ অবদি সব কিছু ঠিকঠাক থাকে, আমি কোনো ট্রেড এ পজিশন ওপেন করলেই মারকেট আমার বিপরীতে চলা শুরু করে।

যাই হোক, ফিউচার ট্রেডিং, বাইনারি ট্রেডিং, এগুলো জুয়া খেলার মতো। আপনি একটা ভূল করেছেন যে আপনি স্টপ লস ব্যাবহার করেন নাই। ১০০ ডলার লস হলেই ট্রেড ক্লোজ করার দরকার ছিলো। এখন আর চিন্তা করে লাভ হবে না ভাই আমার। আপাতত ফিউচার ট্রেডিং এবং বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখা বন্ধ রাখেন। শরীরের জন্য এবং হার্টের জন্য ভালো হবে।
আপনি একদম আমার মনের কথাটা বলেছেন ভাই আমারও একশ বারের বেশি এই কথাটাই মনে হয়েছে। যখনই আমি ট্রেডিং করতে যাই তখন মার্কেট বিপরীত কাজ করে যখন আমি মনে করি এখন মার্কেট নিচের দিকে যাবে ঠিক তখনই উপরের দিকে উঠে যায় আবার যখন মনে করি নিচের দিকে যাবে তখনই উপরের দিকে চলে যায়। ট্রেড নেওয়ার আগে সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু যখনই আমি ট্রেড নেই ঠিক তখনই মার্কেট আমার বিপরীতে কাজ করে, যদিও এই বিষয়টা ফেলে দিলে চলবে না এটা আসলে আমি মনে করি সঠিক বলে মনে হয়। যদি এই বিষয়টি সঠিক না হয় তাহলে কেন আমার সাথে এমন ঘটনা ঘটে, তাছাড়া আগামীকালের বিষয়টি যদিও অনেক লোকের সাথেই এই ধরনের আচরণ করেছে মার্কেট।

ফিউচার ট্রেডিং এবং জুয়া খেলা এর মধ্যে কোন পার্থক্য নেই একদম এক যেমন জুয়ায় একবার আসক্ত হলে সেখান থেকে ফিরে আসা যেমন কঠিন ঠিক তেমনি ফিউচার ট্রেডিং এ একবার গেলে সেখান থেকে ফিরে আসা কঠিন। আমি এর আগের ও কয়েকবার ফিউচার ট্রেডিং করেছিলাম কিন্তু গতকালের মত এত লস খাইনি খুব অল্প সংখ্য লস খেয়েছি।

ভাই আপনার কথা একদম ১০০% সঠিক বর্তমানে বাংলাদেশের খেলা দেখা আর ফিউচার ট্রেডিং করা একই, গতকালই আমার হার্ড অনেকটা দুর্বল হয়ে গিয়ে, আর আজকে বাংলাদেশের ম্যাচ দেখার জন্য নিজেকে আর টিভির পর্দায় নেইনি যদি হার্ট স্টক হয়ে যায় সেজন্য। শুধুমাত্র সাউথ আফ্রিকার খেলা দেখেই আমি পুরা গাবরে গেছি তারা কি করে, আর বাংলাদেশের খেলা যদি দেখি তাহলে হয়তো কতটা যে কষ্ট বুকের ভিতরে চাপা পড়বে সেটা বলে বোঝানো যাবে না। সেজন্য স্কোর দেখেছি কিন্তু খেলার দিকে যায়নি এটা অবশ্যই আমাদের শরীর স্বাস্থ্য এবং হার্ট সবকিছুই ভালো থাকবে। Grin