এই বিটকয়েনটক থেকে অনেকেই অনেক ভাবে উপার্জন করেছেন এবং বর্তমানে উপার্জন করতেছেন, আমি নিজেও এই বিটকয়েনটক ফরাম থেকে উপার্জন করতেছি।
অনেকেই আছেন যাদের শুধু মাত্র সংসার চালানোর জন্য একমাত্র আয়ের উৎস হচ্ছে এই বিটকয়েনটক সিংনেচার এবং বাউন্টি আবার কেউ এয়ারড্রপ যাইহোক বাউন্টি ও এয়ারড্রপ বর্তমানে ভালো না। একমাত্র সিংনেচার ক্যাম্পাইনে শুধু মাত্র ভালো তবে এর মাঝে যারা ভালো কোন ক্যম্পেইনে যুক্ত হয়েছেন। জানিনা এমন কখনো হবে কী না? আমিও চাই না এরকম কখনো হোক। যদি কখনো এই ফরাম থেকে সিগনেচার বন্ধ হয়ে যায়। তখন কি হবে যারা শুধু মাত্র এই সিংনেচার এর উপর ভড়সা করে পারিবারিক চাহিদা পুরন করেন? যেমন, Negotiation ভাই তিনি উল্লেখ করেছিলেন যে তিনি চাকরি করতেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এখন তিনি এই সিংনেচার থেকে ইনকাম করে সংসার চালাচ্ছেন। যদি সিংনেচার ক্যাম্পাইন বন্ধ হয় তিনি কি করবেন? যাইহোক এই সকল কথা বলার একমাত্র উদ্দেশ্য হলো সকলের ভবিষ্যতের কথা চিন্তা করে। আপনারা যারা সিংনেচার করে ইনকাম করেন আমি মনে করি তাদের উচিত কোন জব বা ছোট ব্যবসা করা এবং পাশাপাশি সিংনেচার করুন। এতে ভবিষ্যতে আপনার ও আপনার সন্তানদের জন্য ভালো হতে পারে। তবে এর মাঝে যারা পড়াশোনা করেন তাদের জন্য খুবই পারফেক্ট এই সিংনেচার ক্যম্পেইন, কিন্তু তাদের উচিত পড়াশোনা ঠিক রেখে এই ফরামে সময় দেওয়া। এই ফরামে সিংনেচার এর পাশাপাশি কে কি কাজ করেন, জব নাকী ব্যবসায় বা ইত্যাদি আরও অনেক কাজ রয়েছে। আপনারা কি শেয়ার করবেন সিংনেচার এর পাশাপাশি কে কি করেন?
আমরা মুলত রিলেশন করে বিয়ে করেছিলাম, এর পরে বাড়িতে থেকে মেনে নেয়নি সেই জন্যেই আমরা এখোনো ভাড়া বাসাতে থাকি, আমাদের একটা মেয়ে সন্তান আছে তার ১ বছর পুর্ণ হলো তারপরেও মেনে নেয়নি, আমার জীবনে আমি খুব সাদা-সিধা ভাবে চলার চেস্টা করি, ছোটো খাটো অনেক কিছুই করার চেস্টা করেছি জীবনে কিন্তু সফলতা পায়নি, এটা আমার ভাগ্য হতে পারে, সবথেকে বেশি সমস্যার মধ্যে পরে যায় যখন কয়েক কোটি টাকার একটা প্রোজেক্ট এ আমাকে অন্যায় ভাবে অফার দেয়া হয় আমি যেনো কাজটি করিয়ে দেয়, সেই কাজটি আমি না করাতে, এমন একটি পরিবেশ তৈরি করে কয়েকজন মিলে সেখানে আমার থাকা অসম্ভাব হয়ে পরে, এই সবকিছু নিয়ে যখন আমি সেই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টরের সাথে কথা বলি, তিনি এটার ব্যাবস্থা নেয়ার জন্যে আমাকে ছাটাই করেন, আমি তখন আরো বড় সমস্যার মধ্যে পরে যায় এমন একটা অবস্থা যে একদিকে আমার বাচ্চা অসুস্থ অন্যদিকে আমার উপার্যনের কোনো যায়গা নেই, পরবর্তীতে পরিচিত একজন একটা কাজের সুজোগ দেয় সে যতোদিন না থাক্কবে তার পরিবর্তে একটা তার যে কাজ সবকিছু করে দিতে হবে সেটাও কিছুদিন করি তারপরে সে দেশে ফিরার পরে সেটাও বন্ধ হয়ে যায়।
এর পরে থেকে আমি পুরোপুরী ফরামের উপরে নীর্ভরশীল ।
কী ভাবে শুরু করবো টা বুঝতে পারছি না।। কিন্তু আমি আজ অনেক আনন্দিত।। কারণ আমি আজ সর্ব প্রথম Bitcointalk থেকে signiture এর মাধ্যমে Bitcoin উপার্জন করেছি।। এইটা আমার জন্য অনেক আনন্দের।। যদিও এইটি পরিমাণ এ খুব কম কিন্তু এইটি আমার কাছে অনেক কারণ এইটি আমার Bitcointalk থেকে প্রতম উপার্জন।।
আমাদের লোকাল বোর্ড এর বড় ভাই @LDL ভাই কে অনেক ধন্যবাদ হ্যাঁ হয়তো তার সাথে আমার খুব একটি পরিচয় নেই শুরু থেকে আজ পর্জন্ত টেলিগ্রামে শুধুমাত্র দুই বার কথা হয়েছে কিন্তু তিনি আমার জন্য অনেক উপকারী একটি মানুষ ।। তার উপদেশ গুলো অনেক কাজে এসেছে।। তিনি এত বরমাপ এর ব্যাক্তি হওয়া সত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই এবং তিনি অনেক বন্ধু সুলভ মানুষ।। @LDL ভাই অনেক ধন্যবাদ ভাই ছোট ভাই হিসাবে উপদেশ গুলো দেওয়ার জন্য।।
আপনার জন্য অনেক দোয়া করি যেন আরো ভালো করতে পারেন, ফোরামের নিয়ম মেনে কাজ করুন উলটা পাল্টা তাহলে এখানে থেকেই হয়তো আপনার জীবন বদলে যেতে পারে।