এটাই আমার প্রথম পোস্ট তবে আমি crypto কারেন্সির সাথে জড়িত আছি অনেকদিন থেকে। আগে Bounty করতাম এখন এগুলো করে কোন কিছু হয় না বিধায় চাকরি করতেছি একটি প্রাইভেট কোম্পানিতে। এখন Cryptocurrency মার্কেটের অবস্থা খুবই শোচনীয়। মার্কেটের দিকে তাকালে দেখা যায় শুধু লাল আর লাল।
Bitcoin এর দাম কয়েক দিন ধরে বৃদ্ধি পাচ্ছে তবে অন্যান্য কয়েন গুলো সেরকম বৃদ্ধি পাচ্ছে না।
আমার কাছে ১২৯ ডলার আছে যেগুলো দিয়ে আমি কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। এমন কোন কয়েন আছে যেটা হোল্ড করে রাখলে ভালো প্রোফিট আসবে।
বিটকয়েন কিনে রাখলে ভালো হবে নাকি অন্যান্য কয়েন।