সবাই সবার প্রথম উপার্জন এখানে শেয়ার করতেছেন তাই আমিও আমার ছোট একটা উপার্জন শেয়ার করতে আসলাম।
আমার প্রথম উপার্জন ছিলো ৭৬৪৮ টাকা
তবে আমি আমার এই উপার্জন কে আল্লাহ এর দান মনে করি কেননা আমি আমার এই উপার্জন দিয়ে আমার বাবার চিকিৎসায় সাহায্য করতে পেরেছি।
আমার বাবার জন্য ঔষুধ আর ফ্যামিলির জন্য কিছু বাজার ও করতে পেরেছি।
আমি যখন আমার এই উপার্জন দিয়ে প্রথম বাজার করলাম এবং বাসার কেউ জানতো না হুট করে সব কিনে এনে সবাইকে চমকে দিলাম সবাই অবাক হয়ে বলেছিলো আমি টাকা কই পেলাম তখন আমি আমার মা এর হাতে কিছু টাকা দিতে বললাম মা এটি আমার প্রথম উপার্জন অনলাইন থেকে মা। মা আমায় মোবাইল টেপার জন্য অনেক বকা দিতো আমি শুধু বলতাম মা দেইখো আমি একদিন দেখাবো কেনো আমি এত ফোন টিপি। আর আমি তা করে দেখিয়েছি। আর আমি আমার এই প্রথম উপার্জন টা পেয়েছি একটা এয়ারড্রপ থেকে । এয়ারড্রপটি ছিলো টুইটার এয়ার ড্রপ।
আসলে আমি আগে ভাবতাম কিভাবে এখান থেকে ইনকাম করা যায় কিন্তু কোনোদিন কল্পনাও করিনি যে এত গুলো টাকা আমি পাবো।
আসলে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আর আমি এখনো এখান থেকে সিগনেচার ক্যাম্পেইন এ জয়েন হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে পারিনি সেটার জন্য মেম্বার র্যাংক লাগবে মিনিমাম। তার জন্য আমার পর্যাপ্ত মেরিট নেই। তবে আশা করছি খুব শিগ্রই হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ এর প্রতি আমার দীর্ঘ বিশ্বাস আছে। ইনশআল্লাহ একদিন আমিও পারবো। আমি করে দেখিয়ে দিবো।
https://www.talkimg.com/image/TzFIcঅভিনন্দন আপনাকে যে আপনি আপনার প্রথম ইনকাম দিয়ে আপনার বাবার চিকিৎসা করিয়েছেন। আপনার মনমানসিকতা আমার খুব ভালো লেগেছে। অনেক তার প্রথম ইনকাম দিয়ে বন্ধুদের সাথে বাজে আড্ডা দিয়ে টাকা নষ্ট করে। কিন্তু আপনি আপনার বাবা মাকে খুশি করতে চেয়েছেন। আপনার প্রতি দোয়া ও ভালোবাসা সবসময় থাকবে। ধৈর্য ধরে নিজেকে সৎ রেখে কাজ করুন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সফলতা আসবে।