টেকনিক্যাল তেমন কিছু তো আলোচনা হয় না। আমি অনেক আগে তাপরুট এবং সেগুইথ নিয়ে পড়েছিলাম, কিন্তু এখন এর কিছুই মনে নাই। এমন অনেক হয় যে অনেক কিছে জেনেছি এবং মনে কএই আমি এটা জানি, কিন্তু পরে আবার ভুলে যাই। তাপরুট এড্রেস আর সেগুইথ এড্রেস প্রায় একই রকমের হয় যেগুলো শুরু হয় bc1 দিয়ে কিন্তু একটা মনে হয় bc1q দিয়ে আরেকটা bc1p। আমার আসলে মনে নাই। এই দুইটার মধ্যে আসলে তফাৎ টা কি? ইলেকট্রাম ওয়ালেটে শুধু সেগুইথ এড্রেস ই থাকে। তাপরুট এর আলাদা কি ফিচার আছে এবং এর সুবিধা কি?