প্রুফ অব রিজার্ভ কি ?
ক্রিপ্টোকারন্সিতে প্রায়ই আমরা প্রুফ অব রিজার্ভ কথাটি শুনে থাকি কিন্তু অনেকেই আমরা জানি না যে এটি কি? তাই এই বিষয়টি নিয়ে লেখার চেস্টা করলাম। প্রুফ অব রিজার্ভ হল একটি পদ্ধতি যেটি সাধারনত অর্থ সংশ্লিস্ট যে কোন প্রতিষ্ঠান বা ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জগুলোতে ব্যবহার করা হয় যার মাধ্যমে সেই প্রতিষ্ঠান বা ক্রিপ্টোএকচেঞ্জগুলো বিনিয়োগকারীদের রাখা সম্পদের বিপরীতে একটি প্রমান পত্র দেয়। আমরা ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জগুলো ব্যবহার করি সেখানে আমাদের ডিপোজিটের বিপরীতে সেই সব একচেঞ্জার যে পরিমান অর্থ ব্যাকআপ রাখে মুলত সেটিই হল প্রুফ অব রিজার্ব। সাধারন আমরা যদি বাইন্যান্সে এক ডলার ডিপোজিট করি তাহলে বাইন্যান্স 1 ডলারের বিপরীতে 1 ডলার ব্যাকআপ রাখবে এটাই মুলত প্রুফ অব রিজার্ভ।
যারা এই প্রুভ অব রিজার্ভ সঠিকভাবে রাখে এবং পাবলিকের সামনে তুলে ধরে তারা সাধারনত টপ একচেঞ্জারের লিস্টে থাকে। আবার যারা এই ধরনের কোন ফান্ড ব্যাক আপ হিসেবে 1:1 রাখে না তারা অত্যন্ত ঝুকিপুর্ণ হয়ে থাকে। যেমন আমরা এফ টি এক্স, এমটি গোকস এই সব একচেঞ্জার দেখেছিলাম যারা প্রুপ অব রিজার্ভ হিসেবে বিনিয়োগকারীদের ফান্ড 1:1 রেশিওতে রাখে নি তারা পরবর্তিতে কলাপস ও করেছে।
বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জার তাদের ক্লায়েন্টের রাখা সম্পদের বিপরীতে প্রায়ই তারা তাদের প্রুফ অব রিজার্ভ প্রমান পত্র পাবলিশ করে থাকে। এটি সাধারন তৃতীয় কোন প্রতিষ্ঠান দ্বারা অডিট করা হয় এবং তার পর সেই অডিটের রিপোর্ট প্রমান হিসেবে ব্যবহার করা হয়। একজন বিনিয়োগকারী সাধারনত এই সব তথ্য উপাত্তের উপর নির্ভর করে তিনি বিশ্বাস স্থাপন করতে পারেন। এর মাধ্যমে বিশ্বাস, স্বচ্ছতা এবং অর্থনৌতিক সক্ষমতা সম্পর্কে বিনিয়োগকারী পরিপুর্ণ ধারনা পান।
ক্রিপ্টোকারেন্সি জগতে রিজার্ভের প্রমাণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোন একচেঞ্জ সাইট এই কাজটি যথাযথেভাবে সম্পন্ন না করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে কোন সমস্যা রয়েছে। নিজের সম্পদ নিরাপদ কি না তা জানার জন্য অবশ্যই এই প্রুভ অব রিজার্ভ সম্পর্কে একটি ভাল ধারনা নিতে হবে। স্থিতিশীলতা এবং নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে প্রুভ অব রিজার্ভ খুবই গুরুত্বর্পুণ ভুমিকা পালন করে।