Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 26/10/2023, 15:07:53 UTC
ক্রিপ্টোকারেন্সিতে বিনাঞ্চ টপ এক্সচেঞ্জার গুলোর মধ্যে অন্যতম একটি এক্সচেঞ্জ। আমরা অনেকেই অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন  এক্সচেঞ্জে আমাদের ডলারগুলো রাখি। সেটা হতে পারে Binance, Kucoin Etc exchange.
আমরা জানি যে আমাদের ডলারগুলো যে এক্সচেঞ্জে রেখেছি সেখানে নিরাপদে থাকবে তবে আমরা কিন্তু এটাও শিওর না যে সেখানে কতটুকু নিরাপদে থাকবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ডলারগুলো রাখার জন্য বিনাঞ্চ এক্সচেঞ্জ ব্যবহার করি। অনেকে আবার ট্রাস্ট ওয়ালেট ও কুকয়েনএ রাখে।
এখন কথা হল আমরা যে আমাদের ডলারগুলো এক্সচেঞ্জগুলোতে রাখছি সেগুলো কি প্রুফ অফ রিজার্ভের আওতাভুক্ত
সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার মানেই  আমি মনে করি আপনার ফান্ডগুলো অন্য  কারো দ্বারা কন্ট্রোলকৃত।  সেন্ট্রালাইজ এক্সেঞ্জারে যখন ফান্ড রাখবেন  তখন সেটা  আর শুধু আপনার ফান্ড থাকেনা।  তাই বলবো যদি লং টার্মের জন্য  হোল্ডিং এর প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে  এই সব  সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে  ডলার বা অন্য কোন কারেন্সি  হোল্ড করা থেকে বিরত থাকুন।
এক্ষেত্রে ডিসেন্ট্রালাইজ  ওয়ালেট ব্যবহার করা সবচাইতে উত্তম,  কারণ এটার কন্ট্রোল শুধু একমাত্র  আপনার নিকটই থাকবে।  কারণ কথায় আছে নট ইওর কিস(চাবি)  নট ইওর ওয়ালেট(ফান্ড)।
প্রুপ অফ রিজার্ভের বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে অলরেডি একজন যে লিংক https://www.binance.com/en/proof-of-reserves দিয়েছে সেটিতে গেলে দেখতে পারবেন।  আর এটা  ভিন্ন ভিন্ন এক্সচেঞ্জার এর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকম হতেই পারে।  তবে  প্রপ অফ রিজার্ভ ১ঃ১  থাকলে অবশ্যই সেখানে সামনে কোন গন্ডগোল হতেই পারে।