Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 26/10/2023, 15:35:21 UTC
আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।