বাইদাওয়ে ভাই, ফেসবুক বা কোথাও তো এ বিষয়ে কোনো নিউজ চোঁখে পড়লো না। সোর্সটা যদি থাকে দিয়েনতো কেউ।
https://www.prothomalo.com/bangladesh/capital/08hubqfz9sবাংলাদেশের প্রায় ৭০- থেকে ৮০ পার্সেন্ট ব্যান্ডউইথ এখান থেকে সাপ্লাই হয় - যার সব গুলোই এখন ডাউন - ঢাকা ট্রিবিউন কে একজন কর্মকর্তা জানিয়েছেন। কিছু কিছু আই এস পি এর সার্ভার ভবনের অন্য তলায় এবং কিছু কিছু সার্ভার অন্যান্য যায়গায়। তবে ইন্টারনেট যে পরিমান স্লো হয়েছে, সেটা কবে নাগাদ ঠিক হবে, সেটার সঠিক উত্তর কেউ দিতে পারবে না। বাংলাদেশের আরেকটি সমস্যা হলো ব্যাকআপ না রাখা। যদিও ইন্টারনেট প্রোভাইডার কোম্পানিগুলো সার্ভারের প্রয়োজনীয় মালামাল বিদেশ থেকে নিয়ে আসে, ভবনের মেরামতের কাজ শেষ করে সার্ভার সেটআপ করতে অনেক সময়ের প্রয়োজন। নতুন করে সার্ভার কনফিগার করতেও অনেক সময় লাগবে। আর সবচাইতে বড় ব্যাপার তাদের সব নতুন করে করতে হবে।