ভাই আমার ফোনের মোবাইল নেটওয়ার্ক এতো স্লো যে অনলাইনে কাজ করতে অনেক সমস্যা হয়। এটাও কি ওই একই সমস্যা নাকি আমার ফোনে এরকম সমস্যা। বেশ কিছুদিন ধরে আমার ফোনে EDGE ছাড়া অন্য কোন নেটওয়ার্ক ধরছে না। রুমের মধ্যে একটা পোস্ট লিখে রুমের বাইরে যেতে হয় পোস্ট করার জন্য রুমের ভিতরে এর সমস্যাটি হচ্ছে। আগে এই সমস্যা হতো না রুমের মধ্যে থেকেই পোস্ট করতে পারতাম।
সমস্যা যদি আগে থেকেই হয়ে থাকে, তাহলে এই সমস্যা অন্য কোনো কারনে। কারন খাজা টাওয়ারে আগুন লেগেছে গতকাল বিকেল ৫ টার দিকে। তারপর থেকেই দেশের বেশিরভাগ ব্রড ব্যান্ড সার্ভিস ডাউন। আর বাংলালিংক সিম এর কল টোটালি ডাউন ছিলো। বর্তমানে কি অবস্থা আমার জানা নেই। তবে অন্যান্য সিমেও নেটওয়ার্ক সমস্যা করছে। আপনার সমস্যা আপনার এলাকার নেটওয়ার্রে সাথে রিলেটেড হয়তো।
এরকম গুরুত্বপূর্ণ একটা সার্ভিস এর জন্র সব কোম্পানিগুলো একই বিল্ডিং কেনো বেছে নেয়? একটা বিল্ডিং এ আগুন লাগায় দেশের আনাচে কানাচে নেট বন্ধ হয়ে আছে। পুরো ডিজিটাল একটা দেশ, এক বিল্ডিং এর আগুনে এনালগ হয়ে গেছে।