আপনারা কি গ্লোবাল থ্রেড গুলো চেক করেন না? বা বাংলাদেশ থ্রেড এ কি নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো চেক করেন না? কোনো যায়গা থেকে সরাসরি কপি পেষ্ট করে পোষ্ট করার কারনে এগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। আপনারা নিউজ শেয়ার করে সেখানে নিজের কোনো মতামত শেয়ার করছেন না। এই যে শুধু কপি পেষ্ট করে যাচ্ছেন, এত করে আপনার নিজেরই ক্ষতি হচ্ছে। আপনাকে সবাই স্প্যামার বলে ধরে নিচ্ছে। এধরনের অভ্যাস পরিবর্তন করা অত্যান্ত জরুরী। কোনো নতুন একাউন্ট বা জুনিয়র রা নিউজ কপি পেষ্ট করতে দেখলে সবার আগে মাথায় একটা ব্যাপারই আসে যে এরা মেরিট ফার্মিং করার জন্য নিউজ কপি পেষ্ট করছে এবং এরা কোনো প্রকার ডিসকাশনে জয়েন করার কোনো জেনুইন ইনটারেষ্ট নাই। আপনারা এগুলো বন্ধ করেন, অন্যথায় আমি নিজেই নিউট্র্যাল মেরে মেরে অস্থির করে দেবো। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো।