Elon muskএমন একজন ব্যক্তি যার নাম জুড়ে রহস্যে গেরা।
ইলন মাস্ক এর আগে তার টেসলা গাড়ি ক্রিপ্টো কারেন্সি তথা বিটকয়েনের বিনিময়ে বিক্রি করার কারণে সবচেয়ে বেশি আলোচনায় এসেছিল। তাছাড়াও তিনি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি। একসময় তিনি বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি ছিলেন।
Picture Lin আমরা যে বর্তমানে twitter ব্যবহার করি এর আগের নাম ছিল টুইটার। কিন্তু ইলন মাস্ক এই twitter ব্র্যান্ড কেনার পর এর নাম দেন "X(এক্স)"।ইলন মাস্ক 27 অক্টোবর 2022-এ টুইটার অধিগ্রহণ করেন। টুইটারের মালিক হিসাবে ইলন মাস্কের প্রথম কাজগুলির মধ্যে একটি হল প্ল্যাটফর্মের 7,500 কর্মীদের প্রায় 50% বরখাস্ত কররছে।মূলত এটিও তারা ব্যবসা তবে বর্তমানে তিনি এই ব্যবসাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আমি আরেকটি বিষয় নোট করেছি, আমার টুইটার একাউন্টের ফলোয়ার ছিল ৮৫০০ এর উপরে এখন তা কমে গিয়ে মাত্র ৬ হাজারে রয়েছে এটা কি তারই প্রভাব।