Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
AirtelBuzz
on 27/10/2023, 12:22:56 UTC
ইসরাইল ও ফিলিস্তিনের যুদ্ধ বা দ্বন্দ্ব এখন সারা বিশ্বের মানুষের কাছে সুপরিচিত একটি কথা। ফিলিস্তিনিরা ইসরাইলিদের হাতে বহুদিন আগে থেকে তারা নির্যাতিত।
কিছুদিন আগে ফিলিস্তিন এবং ইসরাইলের যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনিরা জয়লাভ করে এবং তারা তাদের পবিত্র মসজিদ রক্ষা করে। ফিলিস্তিনের অনেক শিশু যুবক ও ছোট বড় মা বোনেরা বোমার আঘাতে মৃত্যুবরণ করেছে এমনকি অনেক বারি-ঘর চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছে।
আমি আমার ফেসবুকে আজকে একটি ছবি দেখলাম যে সেখানে দেখানো হচ্ছে যে সৌদি আরবের বাদশা ভারতের ৮জন নৌ বাহিনীর অফিসার কে মৃত্যুদণ্ড দিয়েছে। ভারতের ওই নৌ বাহিনীগুলো যুক্ত ছিল ইসরাইলিদের গুপ্তচর হিসেবে। এটা হয়তো সৌদি আরব খুব ভালো একটি কাজ করেছে এটাই হওয়া উচিত ছিল।