ইন্টারনেট
আজ তাহলে ইন্টারনেট সম্পর্কে কিছু বলি।
ইন্টারনেট এমন একটা জিনিস, এখন এই ইন্টারনেট ছারা মানুষ অচল। ধরি একটা চাকরির জন্য CV বানাতে হবে এখন যদি ইন্টারবেট না থাকে তাহলে হাত দিয়ে লিখে বানাতে হবে, আর হাত দিয়ে লিখে বানালে তেমন ভালো হবে না। আর তা যুদি ইন্টারনেট এর মাধ্যমে করা হয় তাহলে সেটা অনেক সুন্দর ভাবে করা যাবে।
আবার ধরি পরীক্ষা রেজাল দিবো এখন যুদি ইন্টারনেট না থাকে তাহলে সেটা স্কুলে হলে স্কুল থেকে নিয়ে আসতে হবে বা কলেজে হলে কলেজ থেকে নিয়ে আসতে হবে। আর যুদি ইন্টারনেট থাকে তাহলে স্কুল বা কলেজে না গিয়ে বাড়িতে বসে রেজাল আনা যাবে।এই ইন্টারনেট মানুষের জীবনকে অনেক সহজ করে তুলেছে।
আবার এখন অনেক মানুষ বাড়িতে বসে বাইরের দেশের কাজ করছে যার জন্য মোবাইল বা কম্পিউটার এর পয়োজন হয়, আর এই মোবাইল বা কম্পিউটার ব্যবহারের জন্য ইন্টারনেট পয়োজন। আর এখন ইন্টারনেট ছারা কোনো সোসাল কাজ জরা যায় না। এজন্য ইন্টারনেটের কোনো বিকল্প নেই।