আমাদের থ্রেড এ একটা অল্ট ফার্ম তৈরী হয়েছে যেখানে বেশ কিছু একাউন্ট কানেক্টেড থাকতে পারে। সেটা হতে পারে ৩ থেকে ৫ টি একাউন্ট। যেহেতু আমি এসব ব্যাপারে এক্সপার্ট না, তাই আমি বলতে পারছি না। তবে এদর একটিভিটি খুবই সন্দেহজনক। প্রচুর পরিমানে এবিউজ হয়েছে। Little Mouse ভাইকে প্রাইভেট মেসেজ করে জানাবো। ভাই একটু যাচাই করে দেখতে পারেন। এসব মাল্টিপল একাউন্ট না থাকলেও বাংলাদেশ থ্রেড এর খুব বেশি ক্ষতি হয়ে যাবে না।
একাউন্ট খুলেই বাংলাদেশ খুজে পাওয়া চারটে খানি কথা না। আমি বাংলাদেশ থ্রেড খুজে পেতে অনেক সময় লেগেছে। এক সময় আমি ইন্ডিয়ার সেকশনে বাংলায় পোষ্ট করেছিলাম কারন আমি জানতাম না বাংলাদেশ নামে থ্রেড আছে। সেসব একাউন্ট ধরে ট্যাগ মেরে দেয়া উত্তম।
ভাই এরা তো প্রথমদিন থেকেই বিটকয়েনটক এক্সপার্ট। কোথায় কি আছে, মেরিট কি এক্টিভিটি কি সব জানে। জাস্ট জানে না ব্যবহার করতেও পারে। অনেকের দেখি ২ দিন আগে একাউন্ট খুলছে আর যেতে না যেতেই Talkimg ব্যবহার করা শুরু করে দিয়েছে। কিভাবে ইমেজ পোস্ট করতে হয়, হোস্ট কি, কেমনে করে তা জাদুর মতো জানে। সব মনে হয় নিউটনের নাতি। আমি যখন প্রথম ফোরামে আসি তখন গুগলে সার্চ করতাম free image hosting, তারপর সেখান থেকে যেকোন একটা ইচ্ছামতো সাইট থেকে হোস্ট করে পোস্ট করতাম। জানতামই না, ফোরামের নিজস্ব ডেডিকেটেড হোস্টিং সাইট আছে। আর এরা প্রথম থেকেই এক্সপার্ট হোস্টার। BBcode এর কথা তো বাদই দিলাম। ঐটা আয়ত্ব করতে আমার মিনিমাম ১৫-২০ দিন লাগছিল। আর এদের দেখি কি সুন্দর পরিপাটি মার্জিন মারা ডিজাইন ওয়ালা BBcode এর ব্যবহার দেখায়, কেমনে বোল্ড করে, ইটালিক করে, সাইজ করে সব পারে। মেরিট ফার্মিং সেটা তো আগে থেকেই হচ্ছিল। মেরিট হিস্টরি দেখলেই বোঝা যায়। সব ইনগোইং আউটগোইং মেরিট বাংলা থ্রেড থেকে। গ্লোবালের কোনো নাম গন্ধ নাই। একটু আগে একজনকে সাবধান করেছিলাম। এখন দেখি পোস্ট ডিলিট করে দিসে। আমি আগে এসব পরোয়া করতাম না বাট এখন স্প্যাম পোস্ট চোঁখে পড়লেই রিপোর্ট করে দেই। গ্লোবাল মেম্বাররা ট্যাগও মারছে কিছু আইডি কে স্প্যাম পোস্টার হিসেবে।