Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Z_MBFM
on 28/10/2023, 16:21:30 UTC
আমরা সবাই সাথে পরিচিত। Bitcoin একটা সাইড যেখানে কাজ করতে হয়। এই বিটকয়েনে যারা যেমন কাজ করবো সে তেমন পেমেন্ট পাবো।এখানে কাজ করার সবার অধিকার আছে। নারী-পুরুষ যে কেউএখানে কাজ করতে পারবে।এই বিটকয়েনে কিছু মুল জিনিস আছে।

আপনি আপনার এই পোষ্ট এ যা যা শেয়ার করলেন, আপনার পোষ্ট পড়ে মনে হলো আমি অনেক কিছু শিখতে পেড়েছি। পারিনি? কেনো? আপনি এই পোষ্ট এ মূলত কি শেয়ার করতে চেয়েছেন? বিটকয়েনে কিভাবে কাজ করতে হয়? বিটকয়েনে কাজ করলে কে পেমেন্ট দিবে? এই বিটকয়েনে কিছু মূল জিনিস আছে, সেগুলো আসলে কি?
এক, দুই, তিন করে পয়েন্ট মেরে যে বললেন এটার দাম বাড়ে আবার কমে, এই গুলো আপনি কি নতুন জানেন? ধরে নিলাম আপনি জানতেন না, আপনি মনে করেন যারা এই ফোরামে আছে তারা এগুলো জানে না? বিটকয়েন সহ অন্যান্য কয়েনের দাম পোষ্ট করে জানাতে হবে? এটা তো সবাই দেখতে পারতেছে? আমার প্রশ্ন হলো আপনি আপনার পোষ্ট এ কি এমন প্রোভাইড করলেন যেটা থেকে কিছু জানতে পারবো? শিট পোষ্ট এর একটা লিমিট থাকে। কিছু লেখার মতো না পেলে কিছু লিখার দরকার নাই।
এইসব দেখে হাসবো না কাদবো কিছুই বুঝি না। আমি ভাই এগুলো দেখে অনেক উপকৃত হই কারণ সত্যিই আমি এসব বিষয়ে আগে জানতাম না। এরা কি থেকে কি করবে তার বোঝা খুব মুশকিল। বাংলাদেশ আগে ইনএক্টিভ ছিল এখানে পোস্ট কম হতো আবার মাঝখানে কিছুদিন মোটামুটি ভালো এক্টিভ ছিল দেখতে খুব সুন্দর লাগতো। তবে ইদানিং অনেকগুলো একাউন্ট বেপরোয়া ভাবে পোস্ট করতেছেন। এদের যতই বলা হয় এদের পাগলামির মাত্রা আরো বেশি বাড়ে। পুরা বাংলা বোর্ডটারে একদম আবর্জনা বানার স্তুপ বানাইয়া ফালাইছে।

আমাদের থ্রেড এ একটা অল্ট ফার্ম তৈরী হয়েছে যেখানে বেশ কিছু একাউন্ট কানেক্টেড থাকতে পারে। সেটা হতে পারে ৩ থেকে ৫ টি একাউন্ট। যেহেতু আমি এসব ব্যাপারে এক্সপার্ট না, তাই আমি বলতে পারছি না। তবে এদর একটিভিটি খুবই সন্দেহজনক। প্রচুর পরিমানে এবিউজ হয়েছে। Little Mouse ভাইকে প্রাইভেট মেসেজ করে জানাবো। ভাই একটু যাচাই করে দেখতে পারেন। এসব মাল্টিপল একাউন্ট না থাকলেও বাংলাদেশ থ্রেড এর খুব বেশি ক্ষতি হয়ে যাবে না।

একাউন্ট খুলেই বাংলাদেশ খুজে পাওয়া চারটে খানি কথা না। আমি বাংলাদেশ থ্রেড খুজে পেতে অনেক সময় লেগেছে। এক সময় আমি ইন্ডিয়ার সেকশনে বাংলায় পোষ্ট করেছিলাম কারন আমি জানতাম না বাংলাদেশ নামে থ্রেড আছে। সেসব একাউন্ট ধরে ট্যাগ মেরে দেয়া উত্তম।
হা হা  এগুলো সত্যি হাস্যকর যে এখন যেসব নতুন একাউন্ট এখানে আসতেছে প্রত্যেকটা একাউন্ট অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বাংলাতে ঝাপাইয়া পড়তেছে আবার এমন এমন পোস্ট করে যেগুলা দেখে মনে হয় এরা হয়তোবা কয়েক বছরের পুরাতন পাবলিক এরা কোনভাবেই নতুন হতে পারেনা এই ফোরামে। আপনি পোস্ট কোয়ালিটি মিলান এমনি আর্ট খুঁজে পাবেন এর থেকে আরো ভালোভাবে বুঝতে পারবেন যদি মেরিট সাইকেল দেখেন। দেখতে পাবেন কয়েকটা একাউন্ট ঘুরেফিরে শুধুমাত্র সেই কয়েকটা একাউন্ট এর মধ্যেই মেরিট লেনদেন করে সেটা বাংলা পোস্টে হোক কিংবা গ্লোবালের কোনো পোস্টে৷ আর এমন এমন পোস্টে মেরিট লেনদেন করে যেগুলো গ্লোবালে শিটপোস্ট হিসেবে গন্য হয়।