Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 29/10/2023, 17:23:11 UTC
ভাই আপনি হয়তো আমার লেখা ভালোভাবে পড়েননি। আমি ঐখানে ডেডিকেটেড শব্দটা ব্যবহার করছি। হ্যা talkimg হয়তো ফোরামের অফিসিয়াল ইমেজ হোস্টিং সাইট না। বাট talkimg ফোরামের জন্যই আলাদাভাবে ডিজাইন করা হইছে। আমার নিজস্ব বলা ঠিক হইনি হয়তো, বাট কোনো এক দিক থেকে নিজস্ব বলা যায়। যেমন: BIP, Ninjastic, LoyceVclub, Talkimg এগুলো অফিসিয়াল সাইট না। বাট অফিসিয়াল সাইটের সাব-সাইটের সমতুল্য বলা যায় কোন এক সেন্স থেকে। আমি কোন মিনিং করে কথাটা বলছিলাম হয়তো বুঝছেন।
সাব সাইট এর সমতুল্য কেন হবে? এইখানে বিটকয়েনটকের মালিকপক্ষ কি জড়িত? না। তাহলে সাব সাইট বললে সেটা অবশ্যই ভুল। দীর্ঘদিন যখন এইরকম ভুল তথ্য চলতে থাকবে তখন মানুষ ভুলটাকেই সঠিক জানবে।
ফোরামের কোনো টুলস, ইমেজ হোস্টিং সাইটের সাথে এডমিন জড়িত না এগুলা এক এক জনের ব্যাক্তিগত সাইট তবে সাইটগুলোতে ফোরামের কিছু মেম্বার ডোনেশন দিছে কারন সাইটগুলা অনেক কাজের আর সাইটগুলা রক্ষণাবেক্ষণ করাটা উচিত। তাই বলে এগুলারে ফোরামের অফিসিয়াল কোনো কিছুর সাথে জরানো যাবে না।

আমি তো বল্লামই অফিসিয়াল না। নিজস্ব শব্দ সরাসরি ব্যবহার করা উচিত নি তা তো মানছিই। এই সাধারণ বিষয় না বুঝলে আমি কি করবো ভাই। তবে এগুলো ফোরাম ডেডিকেটেড সাইট। ফোরামে জন্যই আলাদা করে বানানা। ফোরামের বাহিরে এগুলোর তেমন কাজ নাই। (Talkimg নিয়ে অবশ্য শিউর না, কোথায় জানি শুনছিলাম, ফোরাম বাদে কোথাও লিংক কাজ করেনা, কখনো টেস্ট করিনি, তাই জানিনা)। আমি কোন ইঙ্গিতে কথাটা বলছি আবারো বোঝার চেষ্টা করেন।