আমাদের থ্রেড এ একটা অল্ট ফার্ম তৈরী হয়েছে যেখানে বেশ কিছু একাউন্ট কানেক্টেড থাকতে পারে। সেটা হতে পারে ৩ থেকে ৫ টি একাউন্ট। যেহেতু আমি এসব ব্যাপারে এক্সপার্ট না, তাই আমি বলতে পারছি না। তবে এদর একটিভিটি খুবই সন্দেহজনক। প্রচুর পরিমানে এবিউজ হয়েছে। Little Mouse ভাইকে প্রাইভেট মেসেজ করে জানাবো। ভাই একটু যাচাই করে দেখতে পারেন। এসব মাল্টিপল একাউন্ট না থাকলেও বাংলাদেশ থ্রেড এর খুব বেশি ক্ষতি হয়ে যাবে না।
একাউন্ট খুলেই বাংলাদেশ খুজে পাওয়া চারটে খানি কথা না। আমি বাংলাদেশ থ্রেড খুজে পেতে অনেক সময় লেগেছে। এক সময় আমি ইন্ডিয়ার সেকশনে বাংলায় পোষ্ট করেছিলাম কারন আমি জানতাম না বাংলাদেশ নামে থ্রেড আছে। সেসব একাউন্ট ধরে ট্যাগ মেরে দেয়া উত্তম।
অনেকদিন হইল লোকাল কমিউনিটিতে আসি না. এসে আজও বেশি সময় দিতে পারলাম না তবে এই পোস্টটি চোখে পড়ল. পারলে আমাকেও একটা পার্সোনাল মেসেজ দিয়ে রাখতে পারেন. কোন কোন একাউন্ট এর বিষয়ে আপনার সন্দেহ সে সকল অ্যাকাউন্ট নিয়ে সময় পাইলে ঘাটাঘাটি করব. এর আগে একবার ওয়ারনিং দিয়ে দিয়েছি এবং বলেছিলাম ধরা পড়লে ডিরেক্ট নেগেটিভ ট্রাস্ট. সুতরাং ওয়ার্নিং এর পরেও যেহেতু কাজটি করেছে তাহলে অবশ্যই আমরা নেগেটিভ ট্রাস্ট দিতে পারি.
এখানে যারা আছে তারা অবশ্যই অবুঝ বাচ্চা না. তাদের মধ্যে অবশ্যই এইটা বোঝার ক্ষমতা আছে কোনটা ভুল এবং কোনটা সঠিক. হাজার হাজার বার রুলস গুলো সবার সামনে উপস্থাপন করার পরও যদি ভুল করতেই থাকে তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়ার আর কোনো উপায় নাই. ভুল করেছেন সুতরাং ভুল মেনে নিয়ে শাস্তি গ্রহণ করুন. দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো. আমাদের সাধ্যমত আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সেভ রাখার জন্য. কিন্তু যেখানে আপনারাই নিজেদের পায়ে নিজে কুড়াল মারছেন সেখানে আমাদের কিছু করার নাই.
মেনশন করেও লিস্ট টা দিতে পারেন. তবে যদি দ্বিধাবোধ করেন তাহলে ইনবক্সে দিতে পারেন.