Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 30/10/2023, 13:45:51 UTC
সঠিক গণতন্ত্রের বহিঃপ্রকাশ এগুলো  Grin।  আইন সম্পর্কে বেশি কিছু জানিনা তারপরও আমার মনে হয় না এমন কোন আইন আছে যেখানে এভাবে গণহারে সবার মোবাইল চেক করা যাবে।
এই বিষয়গুলি আমাদের নিকট আরো ভীতি জনক মোবাইলে তো ক্রিপ্টোকারেন্সি  এর বিভিন্ন এক্সচেঞ্জার  ওয়ালেট ইত্যাদি দিয়ে ভর্তি।  এইসব চেকিংয়ে যদি এইসব নিয়ে ধরা খাই এটা নিয়েও ভয় থাকি  Roll Eyes।  আর যদিও আমার মনে হয় না এইসব ম্যাটার খেয়াল করবে বর্তমান অবস্থাতে। এইসব পার্সোনাল ফোন ঘাঁটাঘাটি আমার নিকট একদম  জঘন্য একটা পর্যায়।

ডানে বামে উপরে নিচে যাই বলেন, "বাংলাদেশের মতো নোংরা রাজনীতি পৃথিবীর আর কোনো দেশে নাই, আই রিপিট কোথাও নাই"। যে দেশে পারমানবিক কেন্দ্রের বালিশ কিনতে খরচ হয় ছয় হাজার টাকা, যে দেশে বিশ্ববিদ্যালয়ের লিফ্ট ক্রয় করতে বিদেশ ভ্রমন করতে হয়, যে দেশে পিয়াজের দাম ১৫০ টাকা হয়, আলুর দাম ৭০ টাকা হয়, সে দেশের সরকারের কাছ থেকে কিই বা যায় আসে। আজকে কৃষিমন্ত্রীর কথা শুনছেন? তাদের নাকি ২ বছর লাগবে এই আলু পেয়াজের দাম স্বাভাবিকে আনতে, লল  Grin। কি বলবো আর?

তবে বাংলাদেশ যে অনেক পিছায়ে আছে তাও না, দুর্নীতির দিক দিয়ে নাম্বার ওয়ান বলা যায়।  Grin

যাই হোক, আমি কালকের জন্য অপেক্ষা করতেছি। বিরোধী দল তো ৩ দিনের হরতাল দিলো, কি হয় কে জানে। আমাদের এখানে আজ প্রচুর গাড়ি ঘোড়া জ্যাম দেখলাম। মানে বাসে ঢোকারও যায়গা নাই। ঢাকা মুখি সব বাস ভরা, বাস টার্মিনাল ফুল জ্যাম। সুপারভাইজারের সাথে কথা বলে বুঝলাম কাল হয়তো আমাদের এদিকে বাস চলবে না। আপনাদের দিকে কি অবস্থা? ইমনিই সমাবেশ নিয়ে প্রচুর মারামারি, কোপাকুপি, ফাটাফাটি হইলো। কাল আবার শুরু হবে নতুন নাটক। আমি ঢাকার বাহিরে আছি, তবে আমার এক ঢাকামুখি বন্ধু একটা ভিডিও পাঠাইছিলো আমাকে। দেখে আর কি বলবো। এমন মারা মারতেছে, ২ মিনিট আগেও জ্যাতা মানুষ মরা হয়ে যাচ্ছে।



ক্রিপ্টো নিয়ে আমি নিজেও ভয়ে থাকি। কখন কে কই দিয়ে ধরে ফেলে কে জানে। এজন্য একটা ছোট বাটন ফোন কিনছি স্যামসাং এর। বাহিরে গেলে ঐটা নিয়ে বাহিরে যাই। কাজটাজ হয়ে যায় যোগাযোগের এই আরকি। আর যদি এমন কোনো পরিস্থিতিতে পড়ি যে স্মার্ট ফোন না নিলেই না, যেমন কোনো অনুষ্ঠান, ঘোরা ফিরা, ট্রুর সেক্ষেত্রে ক্রিপ্টো রিলেটেট যা কিছু আছে, ওয়ালেট বলেন বা একচেন্জ বলেন (metamask, trust wallet, binance, kuCoin), সব কিছু আগে ফোন দিয়ে উড়াই   Grin। তারপর সেটা নিয়ে বাহিরে যাই। (আবশ্যই সব কিছুর ব্যাকআপ করা আছে আগে থেকেই)।