ভাই কাউকে যদি টার্গেট করা হয় তাহলে যতোই চেষ্টা করুক না কেনো সে কোন ভাবেই বাংলাদেশের ইন্টেলিজেন্সিকে ফাকি দিতে পারবেনা, কয়েক হাজার কোটি টাকার যন্ত্র পাতি কেনা আছে আমাদের সরকারের, কিন্তু তারা ছোটোখাটো কোন ব্যাপারে সাধারণত নাক গলায়না, যদি আপনার আচরণ সন্দেহ জনক হয় আর আপনার খুব কাছের কেউ যদি কোন ধরনের ইনফর্মেশন না দেয় তাহলে কেউ তেমন ঘাটেনা । আর এখন না আগে থেকেই বাটন ফোন ও ট্র্যাক করা যায়।

টার্গেট করা আর এমনিতে রেন্ডম সার্চ এ ধরা খাওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার। যদি আপনার নামে কেউ তথ্য দিয়ে দেয়, তখন তো তারা আপনাকে টার্গেট করেই খুজবে। আর সেই সময় আপনি বাটন ফোন চালাইলেন নাকি স্মার্ট ফোন চালাইলেন, সেটা বড় কোনো ব্যাপার নয়। তারা আপনার লোকেশন ট্র্যাক করতে চাইলে করতে পারবে। তবে এগুলো সাধারনত বড় ধরনের ক্রিমিনাল ধরার জন্য ব্যাবহার করা হয়ে থাকে।
এবার আসেন রেন্ডম সার্চ। অনেকটা কেচো খুড়তে গিয়ে সাপ বের হওয়ার মতো হবে। ধরেন আপনি বাইরে বের হলেন, পুলিশ মূলত মাদক কারবারিদের ধরতে সার্চ করতেছে, হঠাৎ দেখলো আপনার ফোনে ক্রিপ্টো কারোন্স লেনদেন করার এপস, ওনারা কি আপনাকে ছেড়ে দিবে?