হ্যাঁ আপনার মত আমিও ভাবছি মোবাইল ফোন অল্টারনেটিভ ইউজ করব। একটি ফোন বাড়িতে রাখবো এবং আরেকটি বাহিরে বের হলে ব্যবহার করব। তবে মোবাইল ফোনের সব সময় হাইড করে রাখা যায় না। মাঝেমধ্যে যদি ব্যবহার করা হতো তাহলে কেবল সম্ভব হতো। বিটকয়েন ফোরাম এমন হয়ে গেছে যেখানে দিনে আপাতত একশোবার না ঢুকলে ভালো লাগেনা, সময় কাটেনা।
আমি কিন্তু কোনো অল্টারনেঠিভ ফোন ইউজ করি না। তবুও এমন একটা এপস ইউজ করি যেটা আমার এপস গুলো হাইড করে রাখে। তবে ইনষ্টলেড এপস এ গেলেই তো ফেসে যাবো। যাই হোক, যেহেতু গ্রামে থাকি, পুলিশের আনাগোনা এই এলাকায় তেমন নাই। তবে শহরে গেলেই সমস্যা। কম্পিউটারের মতো করে মোবাইল ডুয়েল বুট করা গেলে ভালো হতো। চেক করতে হবে যে এমন কোনো সিষ্টেম আছে নাকি।
ভাই @LB আপনার বিবি ,বাচ্চার কি অবস্থা । অ্যাক্সিডেন্টের পরবর্তী অবস্থা জানতে পারিনি। আমাদের মামনি টা কেমন আছে?
আলহামদুলিল্লাহ ভাই, দুই জনেই মোটামোটি সুস্থ এখন। যদিও এখনো জখম গুলো পুরোপুরি ভাবে শুকায় নাই, তবে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আরো সপ্তাহ খানেক লাগবে হয়তো।