Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 02/11/2023, 01:26:12 UTC
গেস্ট ইউজার হিসেবে ফোন ব্যবহার করতে পারেন। একই ফোনে একের অধিক ইউজার একাউন্ট ব্যবহার করা যায়। একটি ক্রিপ্টোর জন্য ব্যবহার করবেন। আর একটি বাইরে যাওয়ার মত করে মডিফাই করে নিবেন। তবে, ভালো হয় এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার না করলেই। শুধু বাইরে না, বাসায়ও ব্যবহার না করাই ভালো।

আমি অলরেডি আমার ফোনে ট্রাই করেছি কিন্তু এমন কোনও ফিচার খুঁজে পাইনি। সম্ভবত আমি যে মডেল টা ইউজ করতেছি, সেটাতে এই ফিচার নেই। আপাতত ভারচুয়াল এন্ড্রয়েড ইন্সটল করেছি মোবাইলে আর এর ভেতরে আবার ক্রিপ্টো এপ্স ইন্সটল করেছি। আবার ভারচুয়াল এন্ড্রয়েড হাইড করার জন্য একটা ক্যালকুলেটর এপ ইউজ করতেছি। ব্যাবহার না করলে তো ভালো ভাই, কিন্তু আমরা এমন ভাবে জরিয়ে গেছি, ইচ্ছে করলেও ব্যাবহার বন্ধ করতে পারছি না। ধরেন কেউ একজন মেসেজ দিলো, কম্পিউটার চালু করা অবদি আমি জানতেই পারবো না যে আমাকে কেউ মেসেজ দিয়েছে। যোগাযোগ করার জন্য ও অনেক সময় স্মার্ট ফোন ব্যাবহার করতে হয়। এখন যতোটুকু সম্ভব সেভ থাকার চেষ্টা করতে হবে। এছাড়া আর কোনও উপায় দেখছি না আপাতত। তবে ডুয়াল স্পেস আছে এমন একটা ফোন কিনবো শিগ্রই।