সাধারণ একজন মানুষ সে বিএনপি করে না জামাতে করে না অথচ তার যদি দাড়ি থাকে তাকে জামাত-শিবির বলে এরেস্ট করা হচ্ছে । বর্তমান এই হলো আমাদের দেশের সমাজ ব্যবস্থা।
মনে হচ্ছে আপনি এই কথাটা বেশি বলে ফেললেন, জামাত বা শিবির করে এমন কোন লোককে এখন আটক করেনি তবে আটক করেছে যাদের তারা কিন্তু সেই দলের নেতা কোন কর্মীকে এখনো পুলিশ আটক করেনি। সমাজব্যবস্থা সবার কাছে সমান নয় যে যে দল করে তার কাছে সেই রকম।
বর্তমান সরকারের কার্যক্রমে সবাই অনেক অতিষ্ঠ এবং অনেকে বলেছে যে এটি জঘন্যতম রাজনীতি।
সরকার একটি বিশেষ মহল কে খুশি রাখতে এরকম এক চোখা রাজনীতি করছে। যে যাই বলুক তালগাছটা আমার এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির আদর্শ। তবে রাজনীতি এই সকল বিষয় নিয়ে হবে কেন?
দাড়ি টুপি এগুলো হচ্ছে একজন মুসলমানের অধিকার । অথচ এই অধিকারকে খর্ব করে বিভিন্নভাবে টর্চার করা হচ্ছে। কুরআন, মুসলমানদের স্বাধীনতা ও চলাফেরার স্বাধীনতা ইত্যাদি যদি দমিয়ে রাখতে পারে তাহলে একটি বিশেষ মহল বিশেষ খুশিতে ডটডটডটডটডট...............