সাধারণ একজন মানুষ সে বিএনপি করে না জামাতে করে না অথচ তার যদি দাড়ি থাকে তাকে জামাত-শিবির বলে এরেস্ট করা হচ্ছে । বর্তমান এই হলো আমাদের দেশের সমাজ ব্যবস্থা।
মনে হচ্ছে আপনি এই কথাটা বেশি বলে ফেললেন, জামাত বা শিবির করে এমন কোন লোককে এখন আটক করেনি তবে আটক করেছে যাদের তারা কিন্তু সেই দলের নেতা কোন কর্মীকে এখনো পুলিশ আটক করেনি। সমাজব্যবস্থা সবার কাছে সমান নয় যে যে দল করে তার কাছে সেই রকম।
বর্তমান সরকারের কার্যক্রমে সবাই অনেক অতিষ্ঠ এবং অনেকে বলেছে যে এটি জঘন্যতম রাজনীতি।
ভাই আপনি কিছু মনে করবেন না আমি কোন কথাটা বেশি বললাম একটু বলবেন প্লিজ। আমাদের দেশে প্রত্যেকটা মানুষ ভালোভাবে বুঝতে পারে যে একজন দাড়িওয়ালা পাটুপিওয়ালা মানুষকে যদি দেখে আমাদের পুলিশ বাহিনীরা কেমন ভাবে হেনস্থা করে। হয়তো দারিয়ালা লোক সে জামাত শিবির নাও করতে পারে অথচ তাকে বিভিন্ন ধরনের হ্যারেজমেন্টের স্বীকার করা হয় তাকে সার্চ করা হয়। অনেক লোক আছে যারা সরকারি চাকরি জন্য যদি আবেদন করে যদি দেখে তার মুখে দাড়ি আছে বা সে জামাত করে বিএনপি করে তার চাকরি হয় না । তাহলে বলেন এটা কি সুষ্ঠু রাজনীতি নাকি নোংরা রাজনীতি অবশ্যই এটা নোংরা রাজনীতি নাকি আপনার কি মনে হয় এটা সুস্থ রাজনীতি?