জার্মানির Kebab Restaurant বিটকয়েন লেনদেন Accept করেছে।

source
এভাবেই ধীরে ধীরে বিটকয়েন পৃথিবীর সমস্ত জায়গায় ব্যবহার হবে। জার্মানি হল উন্নত দেশ তাই তারা রেস্তোরায় বিটকয়েনের মাধ্যমে লেনদেন হচ্ছে আস্তে আস্তে তারা আরো বিটকয়েনের লেনদেন বাড়াবে একসময় দেখা যাবে জার্মানি তাদের শপিং করার পরেও বিটকয়েনের মাধ্যমে লেনদেন করছে। দেখে অনেক ভালো লাগছে যে দিন যত যাচ্ছে বিটকয়েনের প্রতি মানুষের আগ্রহ তত বাড়ছে। বিশ্বে প্রত্যেকটা দেশেই একদিন বিটকয়েন অনেক জনপ্রিয় হয়ে উঠবে। বর্তমান প্রায় বিশ্বের উন্নত অনেক কয়টা দেশে বিটকয়েন বৈধ ঘোষণা করছে। তারা অবশ্যই আস্তে আস্তে এরকম বিটকয়েনের মাধ্যমে লেনদেন চালু করবে যেরকম ভাবে জার্মানি চালু করেছে। ইতোমধ্যে ও অস্ট্রেলিয়া সরকার ও তাদের বিটকয়েন কে বৈধতা ঘোষণা করছে। একটা সময় দেখা যাবে অস্ট্রেলিয়ায় বিভিন্ন রেস্তোরায় তারা বিটকয়েনের মাধ্যমে লেনদেন করছে।আফসোস আমাদের বাংলাদেশে সরকার কখনোই বিটকয়েন বৈধতা ঘোষণা করবে না। হয়তো আমাদের দেশের সরকার যদি বিটকয়েন বৈধতা ঘোষণা করতো তাহলেও আমাদের দেশে হয়তো আসতে আসতে এরকম বিটকয়েন লেনদেন চালু হত।