বিশেষ সতর্কতা!
যারা বিটকয়েন নিয়ে কাজ করছেন বা লেনদেন করছেন আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি, গতো পোর্শুদিন রাতে
'আবু তালেব, পারভেজ' সহো আরো ৮জন কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ ধরেছে, এদের ধরার সময় তাদের কাছে বেশ কয়েক হাজার বিটকয়েন পেয়েছে, বিটকয়েন ব্যবহার করা যায় এমন কিছু এলেক্টিক ডিভাইস ও পেয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর নতুন কারো সাথে লেনদেন করার থেকে বিরত থাকেন।
কিছু দিন আগে এক বড় ভাইয়ের কাছে শুনছিলাম। বাইনাস বা আন্য মারকেটে আমরা যেখানে পিটুপি করি। সেখানে প্রশাশনের লোক বাই অর্ডার দিয়া রাখে। সেখানে থেকে তারা ইনফরমেশন কালেক্ট করে। সে আমাকে সতর্ক করেছিল যে সবসময় বেশি ট্রেড যারা করছে তাদের কাছে সেল করি তারপর থেকে সর্তক হয়ে যাই এবং সর্বনিম্ন ৫০০ বা ১০০০ উপরে যাদের ট্রেড করেছে। তাদের সাথে লেনদেন করি।