বিশেষ সতর্কতা!
যারা বিটকয়েন নিয়ে কাজ করছেন বা লেনদেন করছেন আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি, গতো পোর্শুদিন রাতে
'আবু তালেব, পারভেজ' সহো আরো ৮জন কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ ধরেছে, এদের ধরার সময় তাদের কাছে বেশ কয়েক হাজার বিটকয়েন পেয়েছে, বিটকয়েন ব্যবহার করা যায় এমন কিছু এলেক্টিক ডিভাইস ও পেয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর নতুন কারো সাথে লেনদেন করার থেকে বিরত থাকেন।
এটা অবশ্যই ভালো একটি সতর্কবার্তা শেয়ার করেছেন আমাদের মাঝে তবে আমি এখনো এই ধরনের সংবাদ শুনিনি। যদি এটি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক হওয়া প্রয়োজন কেননা বাংলাদেশের অবস্থান বর্তমানে যে ভয়াবহ।
বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি থেকে সত্যিই আমরা অনেকটা আত্মঘাতির মধ্যে রয়েছি কোন একটা জায়গায় যেতে পারতেছি না যদি ঢাকা শহরের দিকে যেতে হয় তাহলে দেখা যায় প্রবেশ মুখগুলোতে পুলিশের হয়রানি। বিশেষ করে মোবাইল ফোন এর পার্সোনাল জিনিসগুলো চেক করে এটা সত্যিই খারাপ লাগে যে একজন ব্যক্তির মোবাইলে বিভিন্ন ধরনের লেনদেন এবং পারসোনাল জিনিস থাকতে পারে সেটা কেন পুলিশ বা আইনের লোকেরা চেক করবে। এই বিষয়টি সবচেয়ে খারাপ লাগার বিষয় কেননা বর্তমান দেশের সরকার এমনভাবে জনগণ সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর এই ধরনের আচরণ মোটেও ঠিক করতেছে না।
যাইহোক ভাই আমাদের এই বিষয়টি সর্বোচ্চ সর্তকতার সাথে লেনদেন করতে হবে বিটকয়েনের তা না হলে হতে পারে আমাদেরও সমস্যার সম্মুখীন। যদিও আটজন ব্যক্তিকে গোয়েন্দা আটক করেছে শুধুমাত্র বিটকয়েন লেনদেনের জন্য তাদের কাছে যদি কয়েক হাজার পরিমাণ বিটকয়েন থেকে থাকে তাহলে হয়তো সেগুলো সরকারের কাছেই যাবে। আর সেই সকল অর্থ সরকার নেবে তো নিবেই আবার সেই ব্যক্তিদের ওপর অত্যাচারও করবে আবার জেলও খাটতে হবে তাদের, সেজন্যই আমরা যারা এখনো বিটকয়েনের সাথে লেনদেনের জড়িত রয়েছি তাদের সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করতে হবে।