ফুটবল আমাদের সবারই অতি পরিচিত খেলা।এই ফুটবল খেলা বিভিন্ন দেশ বা ক্লাব পর্যায়ে হয়ে থাকে। তেমনি অস্ট্রিয়ায়ও ফুটবল খেলা অনেক জনপ্রিয়।অস্ট্রিয়ার প্রাচীনতম বা পুরাতন ফুটবল ক্লাবগুলির মধ্যে অন্যতম একটি হলো এফসি অ্যাডমিরা ওয়াকার,(FC Admira Wacker) তারা তাদের অফিসিয়াল খেলার জার্সির উপর বিটকয়েনের লোগো দিয়েছে এবং তারা বলেছে তাদের লাইটনিং পেমেন্টে বিটকয়েন যোগ করবে।এটা সত্যিই অনেক সুন্দর একটি উদ্যোগ। বিটকয়েন যে সারা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে এইটা অন্যতম একটি প্রমাণ। বিটকয়েন হয়তো যুগে যুগে পৃথিবীর সব দেশে ছড়িয়ে পড়বে এবং বৈধতা পাবে।
Bitcoin Archive