Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
cryptoWODL
on 05/11/2023, 09:08:55 UTC
বিশেষ সতর্কতা!


যারা বিটকয়েন নিয়ে কাজ করছেন বা লেনদেন করছেন আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি,  গতো পোর্শুদিন রাতে 'আবু তালেব, পারভেজ' সহো আরো ৮জন কে কুমিল্লা গোয়েন্দা পুলিশ ধরেছে, এদের ধরার সময় তাদের কাছে বেশ কয়েক হাজার বিটকয়েন পেয়েছে, বিটকয়েন ব্যবহার করা যায় এমন কিছু এলেক্টিক ডিভাইস ও পেয়েছে। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আর নতুন কারো সাথে লেনদেন করার থেকে বিরত থাকেন।
আমরা যারা বিটকয়েনে কাজ করি আমাদের সতর্ক থাকা অনেকটাই গুরুত্বপূর্ণ। সবসময় নিজেকে নিরাপদ রেখে এখানে কাজ করতে হবে। আসলে এ ধরনের গ্রেপ্তার মাঝে মাঝেই শোনা যায়। বাংলাদেশে বিটকয়েন ব্যবহার কারী শতকরা ১০ থেকে ২০ জন ব্যক্তি। এই বিটকয়েন ব্যবহার করা মোটেও খারাপ কিছু নয়। আমরা যে কাজ করি এ ধরনের কাজ মূলত আমাদের বেকারত্বের হার কমিয়ে এনেছে। এ ধরনের কাজের প্রতি সরকার কখনোই কঠোর পদক্ষেপ নেবে না তবে একজন ব্যক্তি যদি মানিলন্ডারিং করে যেমন প্রতিদিন ৫০-১০০+ হাজার ডলার লেনদেন করে তাহলে তার জন্য প্রশাসনিক ঝামেলা রয়েছে। কিন্তু আমাদের মত ছোটখাটো ইউজারদের প্রশাসনিক ঝামেলা হবে না বলে মনে করি। তারপরে ও সতর্কতার শেষ নেই যে কোন মুহূর্তে যেকোন ঝামেলায় পড়তে পারি সেজন্য আগে থেকেই আমাদের সতর্ক থাকতে হবে।
এখন পুলিশ যেমনভাবে সার্চ করা শুরু করেছে ছোটখাটো যে কোন একটি ক্লু পেলেই আপনাকে গ্রেফতার করবে। আপনি ছোট ইউজার হন আর বড় ইউজার হন Crypto রিলেটেড কোন কিছু আপনার ফোনে থাকলে পুলিশ যদি সেটা খুঁজে পায় তাহলে আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে। দেখা যাবে আপনার ফোনে ছোটখাটো crypto রিলেটেড কোন কিছু খুঁজে পেলে পুলিশ এটা বানিয়ে অনেক বড় করে ফেলবে এবং আপনাকে মানি লন্ডারিং এর কেস দিলে আপনার তখন কিছু করার থাকবে না। আমাদের বাংলাদেশের যেহেতু বিটকয়েন বৈধ নয় তাই যারা ছোট ইউজার বা বড় ইউজার তাদের সবারই অতি সাবধানতার সাথে বিটকয়েন লেনদেন করা উচিত।