বাংলাদেশে ক্রিপ্টো ব্যান সবাই জানেন। নতুন কিছু না। কম বেশি সবারই ক্রিপ্টো নিয়ে ভয় কাজ করে। যদি কোনোভাবে এসবে কানেকশন ধরতে পারে তাহলেই অর্থ পাচারের মতো গুরুতর মামলায় হাজতে ঢুকায় দিতে পারে। আমার নিজেরও এসব নিয়ে অনেক ভয় ভীতি কাজ করে। তাই আমি আমার আশেপাশের কাউকেই এ বিষয়ে তেমন কিছু জানাই নি। ফোনও বাহিরে নিয়ে যাই না, গেলেও সব আনইনস্টল করে তারপর যাই। যদিও আমি গ্রাম সাইডে থাকি তবুও বলা যায়না কি হয়। আর যারা শহরে আছেন, তারা নিশ্চয় এক্সট্রিম প্রাইভেসি মেইনটেন করেন।
তো কথা হলো আমি ভাবতেছি একটা External Portable SSD (250-500 GB) কিনবো। Rayens এ দেখলাম, তাদের কাছে বেশ কিছু ভালো ভালো মানের এসএসডি আছে। সাইজে খুবই ছোট, দেখতেও সুন্দর, পোর্টেবল, এই একটা পেনড্রাইভের মতো হবে। তার উপর কম্পিউটার আর ফোনে দুইটাই সাপোর্ট করে। মানে একপাশে USB পোর্ট আরেক পাশে Type-C পোর্ট। এসএসডি গুলোর read-write স্পিডও ভালো। আরামসে যেকোনে ভার্সনের উইন্ডোজ মেরে ব্যবহার করতে পারবেন। ফোনে বা ল্যাপটপে ক্রিপ্টো রিলেটেট কিছু না রেখে, একটা এক্সটারনাল ড্রাইভে সব রাখা আমার কাছে বেশি সুবিধাজনক মনে হয়। কোনো সমস্যা হলেও, খুব সহজে সব সরায় ফেলা যাবে।
যদিও আমার কাছে এই মুহূতে কোনো কম্পিউটার বা ল্যাপটপ নাই। জানুয়ারির দিকে কেনার চিন্তা ভাবনা করতেছি। তবুও এটা ব্যাকআপ প্লান হিসেবে রাখছে চাচ্ছি। ৫-৬ হাজারে ৩-৫ বছরের ওয়ারান্টি সহ এগুলো কেনা কেমন হবে? কেউ কি এসব ব্যবহার করছেন বা এমন পদ্ধতি? Little Mouse, Crypto Library, Learn Bitcoin, LDL ভাই।

[1]
https://www.ryanscomputers.com/transcend-esd310-512gb-usb-type-a-and-type-c-otg-black-portable-ssd[2]
https://www.ryanscomputers.com/transcend-esd260c-250gb-usb-3.1-gen-2-type-c-silver-portable-ssd