সংবাদে এখোনো আসেনি, তবে এটা সত্যি। কুমিল্লাতে যদি কোনো আত্তিও ও পরিচিত কেউ থেকে থাকে খবর নিতে পারেন ।
অনেকেই দেখি বলে পুলিশ সবার ফোন চেক করতেছে এই ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত কিনা সনাক্ত করার জন্য আমি নিউজ টি দেখি নাই, কেউ কি দেখছেন?
পুলিশ জনগণের ফোন চেক করছে এটা সত্য তবে এটা করেছিল ২৮ তারিখের যে BNP এর প্রোগ্রাম ছিলো সেদিন নয়া পল্টনের দিকে যে বাসগুলো বা গণপরিবহন গুলা চলছে পুলিশ সেগুলা চোখে চোখে রাখছে আর যে গাড়ির যাত্রীদের সন্দেহজন মনে হয়েছে বা কোন সোর্সের মাধ্যমে পুলিশ কোন গাড়ির কথা জানতে পারছে যে সেখানে কোন সন্দেহে বচন ব্যক্তি আছে সেগুলারে পুলিশ সার্চ করছে এবং তাদের মোবাইল নিয়েও সার্চ করা হয়েছে এই ঘটনা সত্য তবে এটা ক্রিপ্টো ব্যবহারকারীদের ধরার জন্য এমন অভিযান ছিল না।