Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Fuso.hp
on 06/11/2023, 06:39:07 UTC
সংবাদে এখোনো আসেনি, তবে এটা সত্যি। কুমিল্লাতে যদি কোনো আত্তিও ও পরিচিত কেউ থেকে থাকে খবর নিতে পারেন ।
অনেকেই দেখি বলে পুলিশ সবার ফোন চেক করতেছে এই ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত কিনা সনাক্ত করার জন্য আমি নিউজ টি দেখি নাই, কেউ কি দেখছেন?

পুলিশ জনগণের ফোন চেক করছে এটা সত্য তবে এটা করেছিল ২৮ তারিখের যে BNP এর প্রোগ্রাম ছিলো সেদিন নয়া পল্টনের দিকে যে বাসগুলো বা গণপরিবহন গুলা চলছে পুলিশ সেগুলা চোখে চোখে রাখছে আর যে গাড়ির যাত্রীদের সন্দেহজন মনে হয়েছে বা কোন সোর্সের মাধ্যমে পুলিশ কোন গাড়ির কথা জানতে পারছে যে সেখানে কোন সন্দেহে বচন ব্যক্তি আছে সেগুলারে পুলিশ সার্চ করছে এবং তাদের মোবাইল নিয়েও সার্চ করা হয়েছে এই ঘটনা সত্য তবে এটা ক্রিপ্টো ব্যবহারকারীদের ধরার জন্য এমন অভিযান ছিল না।
~~~
হ্যাঁ বুঝলাম প্রত্যেকের প্রাইভেসি বলে একটা বিষয় আছে এবং অনুমতি ছাড়া ফোন চেক করা এক ধরনের অপরাধ কিন্তু আপনি এই অপরাধের অভিযোগ করবেন কার কাছে? পুলিশের কাছে অভিযোগ করবেন পুলিশে তো আপনার ফোন চেক করছে। পুলিশকে আসলে কিছু বলে লাভ নাই কারণ পুলিশ সবসময় সরকার দলের জন্য কাজ করে। আজকে যে দলের কথা শুনে তারা এ ধরনের জঘন্য কাজ করছে কালকেই যদি ক্ষমতার বদল হয় দেখবেন এই পুলিশি তাদের লাঠির আঘাত করছে।
আইন সবার জন্য সমান এই কথাটা শুধুমাত্র পাঠ্যপুস্তকে মানায় কিন্তু বাস্তবিক জীবনে এটা একদম বেমানান। এমন একটা দেশে বসবাস করি যে দেশে মানুষের কোন গোপনীয়তা নাই। পুলিশকে এতই ক্ষমতা দেওয়া হয়েছে যে কালকে যদি পুলিশ আপনার পরিবর্তে আপনার বউকে নিয়ে যায় তারপরে হয়তো হয়তো আমরা এ বিষয়ে অভিযোগ করতে পারবোনা।