Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
HelliumZ
on 07/11/2023, 03:18:35 UTC
সবাই আমাকে শুভেচ্ছা দিয়েছেন এজন্য আমি আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক খুশি হয়েছি এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
অবশ্য কালকে উচিত ছিল আমার আপনাদের শুভেচ্ছার কুশল বিনিময় করার কিন্তু ছোট্ট একটি ঝামেলার কারণে রিপ্লে দিতে কিছুটা দেরি হয়ে গেল। এই কমিউনিটির প্রত্যেকটা বড় ভাই অনেক হৃদয়বান এবং উপকারী তারা সর্বদা ছোট ইউজারদের সাহায্য সহযোগিতার মাধ্যমে পদোন্নতি করার জন্য সাহায্য সহযোগিতা করে থাকেন। তারা সব সময় নিজেদের সাধ্যমত চেষ্টা করে বাংলা কমিউনিটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি প্রত্যেক ইউজারকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং ভবিষ্যতে কমিউনিটির বড় ভাইদের ছায়াতলে থেকে এই কমিউনিটি সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। আমরা যেন বিপদে আপদে বড় ভাইদের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারি এবং তাদের গাইডলাইন যাতে সব সময় মেনে চলতে পারি সেই আশা রাখছি।

ধন্যবাদ সবাইকে।